৩৯তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল রাজ্য প্রাথমিক ও নিন্ম বুনিয়াদি, মাদ্রাসা ও শিশুশিক্ষা কেন্দ্র সমূহের।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- ৩৯তম রাজ্য প্রাথমিক ও নিন্ম বুনিয়াদি, মাদ্রাসা ও শিশুশিক্ষা কেন্দ্র সমূহের (বিশেষ চাহিদা সম্পন্ন শিশু শিক্ষা কেন্দ্র সমূহের) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল গত ০৯/০৩/২০২৪ ও ১০/০৩/২০২৪ তারিখে বহরমপুর স্টেডিয়ামে। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন মাননীয় শিক্ষামন্ত্রী শ্রী ব্রাত্য বসু মহাশয়। ক্রীড়া প্রতিযোগিতার আয়োজক ছিল মুর্শিদাবাদ প্রাথমিক শিক্ষা সংসদ। রাজ্যের সকল জেলাগুলি থেকে প্রায় ৭০০-এর অধিক শিশুরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। উনচল্লিশ বছরে প্রথমবারের মতো রাজ্যে প্রথম স্থান অধিকার করে নদীয়া জেলা। বারোটি স্বর্ণপদক সহ অ্যাথালেট বিভাগেও প্রথম হয় নদীয়া জেলা। নদীয়া জেলা দলের অন্যতম কোচ ও কো-অর্ডিনেটর অফ স্পোর্টস শিক্ষক সঞ্জীব রায় বলেন এই প্রতিযোগিতায় প্রথম হওয়ার সম্পূর্ণ কৃতিত্ব অংশগ্রহণকারী শিশুদের। শিশুদের এই জায়গায় পৌঁছাতে যারা বিগত একমাস ধরে নিরলস পরিশ্রম করেছেন নদীয়া জেলার সেই সব শিক্ষক-শিক্ষিকা সহ নদীয়া জেলা প্রাথমিক শিক্ষা সংসদের সভাপতি, ডি.আই ও এ.আই-গণ এবং নদীয়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ যারা এই প্রতিযোগিতার সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত ছিলেন সকলকে ধন্যবাদ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *