বিজেপি কর্মীদের উপর হামলা বাড়ি ভাঙচুর ও বিজেপির জয়ী প্রার্থীদের বাড়িতে গিয়ে হুমকি দেওয়ার অভিযোগে থানা ঘেরাও কর্মসূচি বিজেপির।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- ভোটের ফলাফল হওয়ার পর থেকেই বিজেপি কর্মীদের উপর হামলা বাড়ি ভাঙচুর ও বিজেপির জয়ী প্রার্থীদের বাড়িতে গিয়ে হুমকি দেওয়ার অভিযোগে থানা ঘেরাও কর্মসূচি বিজেপির। ভোট পরবর্তী হিংসার পর থেকেই বিজেপি কর্মীদের উপর হামলা এবং বিজেপির জয়ী প্রার্থীদের পুলিশ দিয়ে হয়রানির অভিযোগে থানা ঘেরাও কর্মসূচি বিজেপির। এই কর্মসূচিতে নেতৃত্ব দেন রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সংসদ জগন্নাথ সরকার, রানাঘাট উত্তর-পশ্চিম বিধানসভার বিজেপি বিধায়ক পার্থ সারথি চট্টোপাধ্যায় সহ বিজেপির শীর্ষ নেতৃত্ব। যদিও বিজেপির এই অবস্থান বিক্ষোভের মধ্যে দিয়ে শান্তিপুর থানার ওসিকে তীব্র ভাষায় আক্রমণ করেন বিজেপি সংসদ জগন্নাথ সরকার। তার দাবি ভোটের ফল প্রকাশের পর থেকেই থেকেই বিজেপি কর্মীরা নিরাপত্তায় ভুগছে, তারপরে রাতের অন্ধকারে বিজেপির জয়ী প্রার্থীদের বাড়িতে গিয়ে রীতিমতো হুমকি দেওয়া হচ্ছে, যার মদদ দিচ্ছে পুলিশ প্রশাসন। পুলিশ সম্পূর্ণভাবে তৃণমূলের দলদাসে পরিণত হয়েছে। আমরা এর তীব্র ধিক্কার জানাই। আমরা দাবি করছি, অবিলম্বে তৃণমূলের হার্মাদ বাহিনীদের উপর যদি কড়া ব্যবস্থা পুলিশ প্রশাসন না নেয় তাহলে আগামী দিনে আরও বৃহত্তম আন্দোলনের পথে নামবে বিজেপি। অন্যদিকে শান্তিপুর থানার গেটের সামনে বসে দলীয় কর্মীদের সাথে নিয়ে দীর্ঘক্ষণ অবস্থান বিক্ষোভ করে বিজেপি সংসদ জগন্নাথ সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *