মেদিনীপুর লোকসভা কেন্দ্রে যাতে সব জায়গাতেই ফ্রি এন্ড ফেয়ার নির্বাচন হয় সেটাই আমাদের লক্ষ্য : জুন মালিয়া।

0
197

পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- দিলীপ ঘোষের কটাক্ষ বা মন্তব্য কে সিরিয়াস ভাবে নিচ্ছি না। মনে হয় যে দিলীপ দার একটা ক্ষোভ বা রাগ হয়ে আছে ভেতরে ভেতরে। প্রথম তালিকায় তার নাম বের হয়নি দ্বিতীয় তালিকায় কবে বেড়াবে। মেদিনীপুরে আবেগ আছে। এই শহরে এবং এই বিধানসভা এলাকার লোকেরা তো একটু উচ্ছসিত। দিলীপ দা কে বলব ওতোটা নিয়ে মাইন্ড করলে চলবে না। যুদ্ধ ক্ষেত্র লড়াই হবে খেলা হবে ফাঁসি হবে কান্না হবে, রাগ হবে সবকিছুই হবে। আমাদের তো প্রার্থী ঘোষণা হয়ে গেছে এবারে মিটিং মিছিল সবকিছু হবে দেখা যাবে আমি যদি কোথাও যায় সেখানে হয়তো ওদেরও মিছিল বেরকছে এগুলো সামান্য ব্যাপার রিয়াক্ট করার কিছু নেই। আমি অতো মাইন্ড করছি না। মেদিনীপুর লোকসভা কেন্দ্রে যাতে সব জায়গাতেই ফ্রি এন্ড ফেয়ার নির্বাচন হয় সেটাই আমাদের লক্ষ্য। কেশিয়ারির দলের সমস্যা নিয়ে প্রশ্ন করলে বলেন, বড় সংসারে একটু সমস্যা থেকেই থাকে মানুষ মাত্রই এটা হতে পারে রাগ ক্ষোভ আসবেই। আজ ৬ জন বিধায়ক অঞ্চল বুথ জেলার নেতাদের নিয়ে মিটিং করব। এখন আর দলের মধ্যে কিছুই নেই সবাই রেডি হয়ে আছে প্রচারে নামার জন্য। 16 ই মার্চ অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচারে আসছেন নারায়ণগড় দিয়ে সেই প্রচার শুরু হবে। অধিকার গর্জন ক্যাম্পেনিং শুরু হবে ১৮ তারিখ থেকে। নারায়ণগড়কে বাড়তি গুরুত্ব নয়, আগামীদিনে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন মিটিং করতে। জানা গিয়েছে, বাড়ি বাড়ি যাবেন প্রার্থী জুন মালিয়া মানুষের সাথে কথা বলবেন ক্ষোভের কথা জানবেন। এতদিন ধরে মেদিনীপুর বিধানসভা এলাকাতেই তিনি কাজ করেছেন তাই বাকি ছ’টি বিধানসভা এলাকাতে বেশি নজর দিচ্ছেন তিনি। সে কারণে বেলদা এলাকাতে একটি ফ্ল্যাট ভাড়া নিয়েছেন। সেখান থেকে পূর্ব মেদিনীপুরের এগরা পশ্চিম মেদিনীপুরের দাঁতন কেশিয়াড়ি নারায়ণগড় খরোকপুর এইসব এলাকাগুলি তে প্রচার করতে যেতে সুবিধা হবে বলে জানিয়েছেন তিনি। মেদিনীপুর শহরে একটি বাড়ি রয়েছে সেখানেও থেকে মেদিনীপুর খরগোপুর এলাকার প্রচারের কাজ করবেন বলে জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here