দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- জেলায় ফিরেই সুকান্ত মজুমদারকে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূল প্রার্থী বিপ্লব মিত্র। বুধবার সকালে ট্রেনে তিনি কলকাতা থেকে গঙ্গারামপুর স্টেশনে নামেন। স্টেশনেই হাজারো তৃণমূলের নেতা কর্মী এবং সাধারণ মানুষ তাকে অভ্যর্থনা জানাতে ভিড় জমায়। সেখানে ডাক ঢোল বাজিয়ে তাকে স্বাগত জানানো হয়। যেখানে উপস্থিত ছিলেন জেলা তৃণমূল সভাপতি সুভাষ ভাওয়াল, জেলা মহিলা তৃণমূল সভাপতি স্নেহলতা হেমব্রম সহ অনান্যরা।
এরপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিপ্লব মিত্র বলেন, বিজেপি রাজ্য সভাপতি তার প্রতিপক্ষ। স্বাভাবিকভাবেই এই লড়াই দুজনের কাছে অতি শক্তিশালী। তবে সুকান্ত মজুমদার সাংসদ হিস্ববে এই পাঁচ বছরে যা করতে পারেননি তিনি আড়াই বছরে তার অনেক বেশি কাজ করেছেন। হাসপাতাল বৃদ্ধি থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় চালু সহ যাবতীয় তার হাত ধরেই হয়েছে। তিনি রাজ্য সরকারের কাছে জেলার প্রতিটি বিষয়কে গুরুত্ব সহকারে তুলে ধরে সার্থকতার সঙ্গে কাজ করেন। পাশাপাশি, জেলা থেকে প্রথম রেল পরিষেবা চালুর ব্যাপারে রাজ্যের মুখ্যমন্ত্রীর ভূমিকা তুলে ধরেন বিপ্লব মিত্র। কাজের নিরিখে মানুষ তাকেই নির্বাচিত করবেন বলে মনে করে তৃণমূল প্রার্থী।