পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- মনোনয়নপত্র জমা দেওয়ার পর থেকে হুমকির শিকার হতে হচ্ছিল পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতার কাষ্টগুড়া এলাকার বিজেপি কর্মী সমর্থক সহ প্রার্থীদের, এরপর পঞ্চায়েত নির্বাচনের গণনার পর জয়ী প্রার্থী সহ বিজেপি কর্মী সমর্থকদের নানান ভাবে অত্যাচারিত হওয়ার অভিযোগ তুলছেন তারা,এবার অভিযোগ উঠছে পুলিশ প্রশাসনের উপর, একাধিক কর্মী বাড়ি ছাড়া রয়েছে বলে অভিযোগ,শুক্রবার সেইসব বিজেপি কর্মী এবং জয়ী প্রার্থীদের অভিযোগ খতিয়ে দেখতে সরজমিনে গেলেন ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ কুনার হেমব্রম,এছাড়া উপস্থিত ছিলেন অন্যান্য জেলা ও ব্লকের একাধিক নেতৃত্ব, এই দিন সরোজমিনে খতিয়ে দেখার পাশাপাশি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কার্যত পুলিশ প্রশাসনের উপর ক্ষোভ উগড়ে দেন তিনি,তিনি বলেন এই এলাকায় অধিকাংশ মানুষই ST তালিকায় রয়েছে, তাই সিডিউল ট্রাইপ অফ কমিশনকে জানানো হবে, পাশাপাশি SP,DM কেউ সমস্ত ঘটনা জানানো হবে, পাশাপাশি সাংসদেও এ কথা তোলা হবে, ফোটে তো হারজিত রয়েছে এই রকম ঘটনা তো মেনে নেওয়া যাবে না।