লক্ষাধিক টাকা নিয়ে উধাও হয়ে যাওয়া শিক্ষক স্থানীয় কাউন্সিলারের হাত দিয়ে ১১ মার্চ সোমবার রাত্রে সেই টাকা ফেরত দিলেন ক্রিকেট খেলোয়াড়দের।

0
977

দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- ফাইনাল খেলার আগেই লক্ষাধিক টাকা নিয়ে উধাও হয়ে যাওয়া শিক্ষক স্থানীয় কাউন্সিলারের হাত দিয়ে ১১ মার্চ সোমবার রাত্রে সেই টাকা ফেরত দিলেন ক্রিকেট খেলোয়াড়দের। জানা যায়, দুবরাজপুরের RSA অর্থাৎ রঞ্জনবাজার স্পোর্টস এসোসিয়েশন পরিচালিত DPL অর্থাৎ দুবরাজপুর প্রিমিয়ার লিগের গত ৩ মার্চ ছিল ফাইনাল খেলা। ফাইনালে মুখোমুখি দুই দলের খেলোয়াড়রাও হাজির হয়েছিলেন রঞ্জনবাজারের খেলার মাঠে। কিন্তু RSA অর্থাৎ রঞ্জনবাজার স্পোর্টস এসোসিয়েশনের সদস্য তথা উদোক্তা চিরঞ্জিত ঘোষ লক্ষাধিক টাকা নিয়ে ফেরার হয়েছিলেন বলে অভিযোগ করেছিলেন বজরঙ্গি ইলেভেন দলের মালিক মৃণাল গড়াই। তাই সেদিন খেলার মাঠে বিশৃঙ্খলাও তৈরি হয়। ঐ শিক্ষকের বিরুদ্ধে ক্লাবের পক্ষ থেকে দুবরাজপুর থানায় অভিযোগও করা হয়েছিল। শেষমেশ দুবরাজপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার বুল্টি চক্রবর্তী ও বিশিষ্ট সমাজসেবী কল্যাণ চক্রবর্তীর ঐকান্তিক প্রচেষ্টায় রঞ্জনবাজারের তৃণমূলের কার্যালয়ে উধাও হয়ে যাওয়া শিক্ষক চিরঞ্জিত ঘোষের কাছে সেই টাকা নিয়ে ক্রিকেট খেলোয়াড়দের ফেরত দেওয়া হল। যদিও বা চিরঞ্জিত ঘোষ অনুপস্থিত ছিলেন। কল্যাণ চক্রবর্তী জানান, কোনো একটি কারনে খেলাটি বন্ধ হয়েছিল। তবে আমরা ক্লাব সদস্যরা মিলে আবারও সেই খেলা শুরু করব।
এদিন ১০ টি টিমের মধ্যে ৪ টি টিমের খেলোয়াড়দের টাকা দেওয়া হল। মঙ্গলবার বাকী ৬ টি টিমের খেলোয়াড়দের টাকা দেওয়া হবে বলে জানান RSA ক্লাবের সদস্য রিপন দে। তিনি আরও জানান, ফাইনালে খেলাটি আগামী ১৮ মার্চ, সোমবার রঞ্জনবাজারের মাঠে সম্পন্ন হবে। ফাইনালে বিজয়ী ও বিজিত দলকে ট্রফি সহ নগদ অর্থ প্রদান করা হবে। পাশাপাশি ফাইনাল খেলার দিনে শিক্ষক চিরঞ্জিত ঘোষ হাজির থাকবেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here