দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ – দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরে অবস্থিত ঐতিহাসিক স্থান বাণগড় কে পর্যটন কেন্দ্র গড়ে তুলতে অনুমোদন কেন্দ্র সরকারের। এদিন বালুঘাটের সাংসদ সুকান্ত মজুমদার জানান বাণগড় কেপর্যটন কেন্দ্র গড়ে তুলতে ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগ (আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া) ২ কোটি ৮৮ লক্ষ টাকা বরাদ্দ করেছে।
এর ফলে দক্ষিণ দিনাজপুর জেলার বাণগড় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠলে জেলায় পর্যটকদের ভিড় বাড়বে। জেলায় আর্থসামাজিক উন্নয়ন হবে বলেই মনে করছেন স্থানীয় বাসিন্দারা।
অপরদিকে জেলার ইতিহাস গবেষক ও ইতিহাসবিদরা জানান, বাণগড় এর ঐতিহাসিক গুরুত্ব অপরিসীম। এখানে কুশান, শুঙ্গ, মৌর্য, গুপ্ত, পাল এবং মুসলিম আমল সহ সাতটি স্তর খুঁজে পাওয়া গিয়েছে। এর রক্ষণাবেক্ষণ জরুরী। পাশাপাশি এখানে আরো গবেষণার ফলে ইতিহাসের অনেক অজানা তথ্য উঠে আসবে। এবং এখানে পর্যটন কেন্দ্র গড়ে উঠলে রাজ্য এবং দেশের মানুষ, একই স্থানে বিভিন্ন যুগের ইতিহাস জানতে ছুটে আসবে।
বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদারের প্রচেষ্টায় বাণগড়ে পর্যটন কেন্দ্র গড়ে তুলতে কেন্দ্রীয় সরকার আর্থিক অনুমোদন দিয়েছে বলে জানান গঙ্গারামপুরের বিজেপি সাংসদ সত্যেন্দ্রনাথ রায়।
যদিও তৃণমূলের পক্ষ থেকে এটিকে রাজনৈতিক চমক বলেই পাঠক্র করা হয়েছে। তৃণমূল জেলা সহ সভাপতি সুভাষ চাকী জানান, পর্যটনকেন্দ্র গড়ে উঠলে জেলার ভালো খবর। তবে প্রশাসনিক ভাবে আমরা জানতে না পেরে সুকান্তবাবুর মুখ থেকে জানতে পারছি। আমরা মনে করি লোকসভা নির্বাচনের আগে রাজনৈতিক চমক দিতেই তা করা হয়েছে।
ভোটের চমক হোক, আর যাইহোক, বাণগড়ে পর্যটন কেন্দ্র গড়ে তুলতে ভারতীয় প্রত্নতত্ব বিভাগের প্রায় তিন লক্ষ টাকা অনুমোদনে আশার আলো দেখছেন জেলার ইতিহাসবিদ, ব্যবসায়ী থেকে সাধারণ মানুষ।