তেল টাঙ্কারের মধ‍্যে পাচার হচ্ছিল গরু রীতিমতো ধাওয়া করে ভূপতিনগরে গরু বোঝাই তেল টাঙ্কার আটক করলো পুলিশ।

0
260

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:-  পূর্ব মেদিনীপুর জেলার ভূপতিনগর থানা এলাকার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জেলা জুড়ে। ইন্ডিয়ান অয়েলের তেল ট্রাঙ্কার। যাচ্ছিল হেঁড়িয়া ইটাবেড়িয়া রাজ্য সড়ক ধরে। সন্দেহ হয় পুলিশের আটকানোর চেষ্টা করলে চম্পট দেয় গাড়িটি। তখনই রীতি মতো ধাওয়া করে ইটাবেড়িয়া বাজারে গাড়িটিকে ধরে ফেলে ভূপতিনগর থানার পুলিশ। তেল টেন্ডার খুলে চক্ষু চড়ক গাছ পুলিশের। তেল টাঙ্করের মধ্যে নেই তেল। রয়েছে অনেক গুলি গরু ও ষাঁড়। গাড়ির চালক ও খালাসিকে গ্রেপ্তার করেছে ভূপতিনগর থানার পুলিশ। পাশাপাশি আটক করা হয়েছে গরু বোঝাই তেল টাঙ্কারটি।
গরু পাচার মামলায় ইতি মধ্যেই জেলে রয়েছেন রাজ্যের শাসক দলের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। এখনও তদন্ত করছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। তার পরেও যে বন্ধ হয়নি গরু পাচার আজকের এই ঘটনায় তা আরো একবার প্রমাণ হলো। ইতি মধ্যে এর আগে সমুদ্র পথে মাছ ধরার ট্রলারে গরু পাচারের ঘটনা সামনে এসেছে পূর্ব মেদিনীপুর জেলার রামনগরে। তারপর তেল ট্রাঙ্কেরের মধ্যে গরু পাচারের এই ঘটনা সামনে আসার পরে বোঝাই যাচ্ছে রাজ্যে গরু পাচার চক্রের শিকড় ঠিক কতটা গভীরে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here