বর্ধমান শহরের তিন নম্বর ওয়ার্ডে রক্তদান শিবির ও বৃক্ষরোপণ কর্মসূচি।

0
485

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- গ্রীষ্মের এই প্রখর দামদহে হাসপাতালে দেখা যাচ্ছে রক্ত সংকট। পঞ্চায়েত ভোটের জন্য বিভিন্ন রাজনৈতিক দল এই রক্তদান শিবির কর্মসূচি গ্রহণ করেননি। তারই জন্য বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালই দেখা যাচ্ছে রক্ত সংকট। এবার বর্ধমান শহরের তিন নম্বর ওয়ার্ডে অরণ্য সপ্তাহ উপলক্ষে স্বেচ্ছায় রক্তদান শিবির ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এই রক্তদান শিবির উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, বর্ধমান শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তন্ময় সিংহ রায়, রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস সহ তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব। বক্তব্য রাখতে গিয়ে বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস বলেন, এই সময় রক্তের একটা আকাল দেখা যায়। তাই আমরা ওয়ার্ডের যুব সভাপতিদের নির্দেশ দিয়েছি যে প্রত্যেকটি ওয়ার্ডে রক্তদান শিবির করতে। আমি এই ওয়ার্ডকে সাধুবাদ জানাই এইরকম একটি কর্মসূচি গ্রহণ করাতে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here