হাওড়া সিটি পুলিশ এবং সাঁকরাইল থানার উদ্যোগে হলো দোলযাত্রা ও হোলি উপলক্ষে সভা।

0
1895

প্রকাশ কালি ঘোষাল, হাওড়া : – দোলযাত্রা ও হোলি উপলক্ষে সাঁকরাইলে হয়ে গেল সমন্বয়ে কমিটির সভা। হোলি দোল যাত্রা উপলক্ষে সমন্বয় কমিটির সভা হলো সাঁকরাইল অনিন্দিতা অঙ্কিতা হলে । হাওড়া সিটি পুলিশ এবং সাঁকরাইল থানার উদ্যোগে হলো এই সভা। উপস্থিত ছিলেন সাঁকরাইলের বিধায়িকা প্রিয়া পাল প্রশাসনিক উচ্চপদস্থ কর্তা ব্যক্তি জেলা পরিষদের সহসভাপতি সাঁকরাইল পঞ্চায়েতের সমিতির সভাপতি সহ-সভাপতি বিভিন্ন পঞ্চায়েতের প্রধান এবং সমিতির কর্মধক্ষরা। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনার দায়িত্বে ছিলেন সাঁকরাইল থানার আইসি বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায় এছাড়া উপস্থিত ছিলেন হোলি এবং দোল কমিটির বিভিন্ন সংগঠনের কর্মীবৃন্দরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here