নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- মঙ্গলবার নদিয়ার রানাঘাটে জেলাভিত্তিক সরকার পোষিত প্রাথমিক বিদ্যালয় সমূহের ৩৯ তম বার্ষিক রাজ্য ক্রীড়া প্রতিযোগিতায় উত্তীর্ণ ৩০ জনকে সম্বর্ধনা জানানো হয়।সারা রাজ্যের মধ্যে নদিয়া জেলা প্রথম স্থান অধিকার করে। তারই পরিপ্রেক্ষিতে এই দিন রানাঘাট ১ অঞ্চলের পরিচালনায় ও রানাঘাট ২ নম্বর ব্লক পঞ্চায়েতের ব্যবস্থাপনায় রানাঘাটের একটি বেসরকারি লজে আনুষ্ঠানিকভাবে কৃতি ৩০ জন ছাত্রছাত্রীকে বিশেষভাবে সংবর্ধিত করা হয়। এছাড়াও এদিন খেলায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদের নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করেন উদ্যোক্তারা। উপস্থিত ছিলেন সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট গুণীজনেরা। এ প্রসঙ্গে জেলা স্পোর্টস কো-অর্ডিনেটর তথা শিক্ষক সঞ্জীব রায় জানান, ৩৯ তম রাজ্য বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় নদীয়া জেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে পড়ুয়া ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করেছিলেন। তাদের মধ্যে ৩০ জন প্রতিভাবান ছাত্রছাত্রী খেলার বিভিন্ন বিভাগ থেকে কঠোর পরিশ্রমের মধ্যে দিয়ে উত্তীর্ণ হয়ে বহরমপুর স্টেডিয়ামে আয়োজিত রাজ্য ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। এবং এই খেলায় নদিয়া জেলা সারা রাজ্যের মধ্যে প্রথম স্থান অধিকার করে। মূলত তারই পরিপ্রেক্ষিতে প্রতিভাবান এই সব প্রতিযোগী ছাত্র-ছাত্রীদের আরো উৎসাহিত করতে তাদের বিশেষভাবে সংবর্ধনা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। তাদের এই সফলতায় আমরা অত্যন্ত খুশি।
রানাঘাটের একটি বেসরকারি লজে আনুষ্ঠানিকভাবে কৃতি ৩০ জন ছাত্রছাত্রীকে বিশেষভাবে সংবর্ধিত করা হয়।

Leave a Reply