নব্বইয়ের দশকের মন মাতানো বাংলা-হিন্দি গান মানেই স্যাক্সোফোন।

0
211

নিজস্ব সংবাদ, আলিপুরদুয়ার::--নব্বইয়ের দশকের মন মাতানো বাংলা-হিন্দি গান মানেই স্যাক্সোফোন। সেই সময়ের একাধিক জনপ্রিয় গানে এই স্যাক্সোফোনের বহুল ব্যবহার দেখতে পাওয়া যেত। আধুনিকতার অগ্রগতির সঙ্গে সঙ্গে এই বাদ্যযন্ত্রের ব্যবহার কমলেও, এখনও বহু গানে এই বিশেষ বাদ্যযন্ত্রের ব্যবহার দেখতে পাওয়া যায়। এদিকে পিয়ানো, গিটারের রমরমার যুগে পুরনো সেই সেক্সোফোন বাজিয়েই মানুষের মন জয় করে নিচ্ছে ৫৫ বছরের সুবোধ হাজরা। ফালাকাটা ব্লকের জটেশ্বর হাজরাপাড়ার বাসিন্দা এই শিল্পীর স্যাক্সোফোনের মধুর সুর মন জয় করে নিয়েছে সবার। ডাক আসছে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান থেকেও। এই স্যাক্সোফোন বাজিয়েই এখন সেলিব্রেটি হয়েছে গিয়েছে তিনি। সুবোধ হাজরার অসীম দক্ষতা দেখে যেন চোখের পলকই ফেলতে পারছেন না সঙ্গীতপ্রেমীরা। জানা গিয়েছে, স্থানীয় যাত্রা-নাটক থেকে শুরু করে বাউল গান ও বিয়ের অনুষ্ঠানসহ নানা রকম অনুষ্ঠানে করেন সুবোধ হাজরার। নিজ জেলা ছাড়াও বিভিন্ন জেলায় স্যাক্সোফোন বাজাতে যান তিনি। তিনি প্রায় ৩৫ বছর ধরে স্যাক্সোফোন বাজাচ্ছেন। সহায়-সম্পদ বলতে বসতভিটা ছাড়া কিছুই নেই সুবোধ হাজরার। স্যাক্সোফোন তার একমাত্র সম্পদ এবং এই স্যাক্সোফোন বাজিয়েই তিনি দীর্ঘ ৩৫ বছর ধরে জীবিকা নির্বাহ করছেন। এদিন সুবোধ হাজরা বলেন, স্যাক্সোফোন বাজানো ছাড়াও সানাই, ডাক সহ অন্য বাদ‍্যযন্ত্র বাজাতে পারি। বর্তমানে বিভিন্ন জায়গা থেকে ডাক আসছে অনুষ্ঠানের। তিনি আরো বলেন, সরকার কত শিল্পীকে অনুদান দিয়েছে। কিন্তু আমি কিছুই পাইনি। সরকার যদি আমাকে একটু সহযোগিতা করতেন তাহলে হয়তো আমি এই পেশােটাকে ধরে রাখতে পারতাম। তিনি বলেন, বাকি জীবনটাও স্যাক্সোফোন বাজিয়ে মানুষের মনে আনন্দ দিয়ে যেতে চাই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here