দুঃস্থ মানুষদের শীতের কম্বল, খেলোয়াড়দের ফুটবল, ভলিবল সহ খেলার সামগ্রী এবং সীমান্তবর্তী দুস্থ মহিলাদের জন্য সেলাই মেশিন ও মশারি বিতরণ।

0
209

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ—- মালদার নারায়ণপুর বিএসএফের ১২ নম্বর ব্যাটেলিনের উদ্যোগে বৃষ্টিকে উপেক্ষা করে হবিবপুরের ভারত বাংলাদেশ সীমান্তে আশরাফপুর বিএসএফ ক্যাম্পে অনুষ্ঠিত হলো এক সিভিক অ্যাকশন প্রোগ্রাম অনুষ্ঠান। এই সিভিক অ্যাকশন প্রোগ্রাম অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মালদা নারায়নপুর ১২ নম্বর বিএসএফ ব্যাটালিয়ন সিও শ্রী দিল বাগ সিং, ১২ নম্বর ব্যাটেলিয়ান বিএসএফ টু আই সি এন পি নেগী এবং ঋষিপুর অঞ্চলের প্রধান শান্তি শিকদার সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।
বিএসএফদের আয়োজিত সিভিক অ্যাকশন প্রোগ্রাম অনুষ্ঠানে সীমান্তবর্তী এলাকার দুঃস্থ মানুষদের শীতের কম্বল, খেলোয়াড়দের ফুটবল, ভলিবল সহ খেলার সামগ্রী এবং সীমান্তবর্তী দুস্থ মহিলাদের জন্য সেলাই মেশিন ও মশারি বিতরণ করা হয়।
এই অনুষ্ঠানে বিএসএফের সিও দিল বাগ সিং জানান, এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য হচ্ছে সীমান্তবর্তী এলাকার মানুষের সাথে সুসম্পর্ক বজায় রাখা এবং সীমান্তে পাহাড়ার সাথে সাথে আমাদের দায়িত্ব পড়ে এলাকার মানুষের উপরে নজর রাখা , তাই এই অনুষ্ঠানকে সামনে রেখে আমরা বিভিন্ন ক্যাম্পে সীমান্তবর্তী মানুষের সাথে জনসংযোগ করার উদ্দেশ্যে এইসব অনুষ্ঠানের আয়োজন করে থাকি |

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here