নিজস্ব সংবাদদাতা, মালদহ:- সিঁদুরে মেঘ দেখছেন পুরাতন মালদহের আলু চাষিরা। গত তিন বছর আগে অকাল বৃষ্টিতে আলু চাষে ব্যাপক ক্ষতি হয়েছিল এমনকি আলুর জমি জলের তলায় পচে নষ্ট হয়েছিল। আবারো সেই ভয়াবহ স্মৃতিকে উস্কে দিচ্ছে এই নিম্নচাপ। রাতভর আকাশের মুখ ভার বুধবার সকাল থেকে শুরু হয়েছে জেলা জুড়ে বৃষ্টিপাত। আর এই বৃষ্টিকে উপেক্ষা করেই আলু তোলার ব্যস্ততার ছবি উঠে এলো পুরাতন মালদহের ভাবুক এবং মহিষবাথানি এলাকা জুড়ে। এবছর পুরাতন মালদহে প্রায় ১০ হাজার হেক্টর জমিতে আলু উৎপাদন হয়েছে। তবে বর্তমানে আলু জমি থেকে তোলার মরশুম। আর এই আবহে আকাশের মুখ ভার, যে কোনো সময়ে ভারী বৃষ্টির সম্ভাবনা। সকাল থেকেই চলছে হালকা মাঝারি বৃষ্টিপাত আর বৃষ্টিকে উপেক্ষা করেই জোর কদমে চলছে আলু তোলার কাজ।
এদিকে আলু চাষিদের আক্ষেপ, যদি ভারী বৃষ্টি হয় তাহলে জমি থেকে আলু আর তোলা যাবে না। সমস্ত আলু পচে নষ্ট হয়ে যাবে জলের তলায়। এ নিয়ে আলু চাষীদের মাথায় যেন আকাশ ভেঙ্গে পড়েছে দুশ্চিন্তা গ্রাস করছে তাদের মনে যে কোন সময় ভারী বৃষ্টি হলে প্রচুর টাকার ক্ষতি হবে বলে মনে করছেন তারা। যদিও তাদের দাবি ব্যাংক থেকে ঋণ নিয়ে আলু চাষ করেছেন তবে এ বছর আলুর দাম ভালো। যদি বৃষ্টিতে আলু পচে নষ্ট হয়ে যায় তাহলে ব্যাংকের ঋণ কিভাবে পরিশোধ করবেন এ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন আলু চাষীদের একাংশ।
যদিও তারা অভিযোগ করে বলেন, আজ থেকে বিগত তিন বছর আগে অকাল বৃষ্টিতে পুরাতন মালদহ জুড়ে ব্যাপক ক্ষতি হয়েছিল আলু চাষে। কিন্তু কৃষি দপ্তর থেকে সরকারি কোন আর্থিক সাহায্য বা ক্ষতিপূরণ দেননি। তবে এ বছর আবার যদি আলু জলের তলায় পঁচে নষ্ট হয়ে যায় তাহলে কি ক্ষতিপূরণ পাবো সেটাই ভাবাচ্ছে।