শুভেন্দু অধিকারীকে যে রক্ষাকবজ দেওয়া হয়েছে তার তীব্র সমালোচনা করেন কুণাল ঘোষ।

0
258

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুনাল ঘোষ হলদিয়ায় শনিবার এক সাংবাদিক সম্মেলনে অভিযোগ করেছেন, রাজ্যে পরিকল্পিতভাবে বিজেপি সিপিআইএম কংগ্রেস ও আইএসএফ-তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের আক্রমণ করছে ও খুন সন্ত্রাসের অভিযোগ করছে। তিনি এর পিছনে শুভেন্দু অধিকারীর ইন্ধনের কথা বলেন। পাশাপাশি তিনি আদালতের তরফ থেকে শুভেন্দু অধিকারীকে যে রক্ষাকবজ দেওয়া হয়েছে তার তীব্র সমালোচনা করেন। হলদিয়ায় আজ তিনি এক সাংবাদিক সম্মেলনে এই অভিযোগ গুলো করেন। তিনি বলেন, নন্দীগ্রামে দুজন বিজেপি কর্মী গত রাতে গ্রেফতার হয়েছে কিন্তু নন্দীগ্রামে আরো যারা তৃণমূল কংগ্রেস কর্মীদের আক্রমণের পিছনে রয়েছে তাদেরকেও গ্রেপ্তার করতে হবে। তিনি অভিযোগ করেন নন্দীগ্রামে সিপিএমের রাজত্বকালের ধাঁচে তৃণমূল কর্মী সমর্থকদের পুকুরে বিষ ঢেলে লক্ষ লক্ষ টাকার মাছ নষ্ট করে দেয়া হচ্ছে। আগামী মাসে অমিত সাহর পশ্চিমবঙ্গ সকল প্রসঙ্গে প্রশ্ন তুলে বলেছেন, তিনি কেন মনিপুরে যাচ্ছেন না?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here