বিভিন্ন জায়গা ঘুরে আজ দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমে স্বামী বিবেকানন্দের স্বপ্নের ভারত পরিক্রমা, যে রেলি তার বিশেষ রথ এসে পৌঁছালো।

0
2495

দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- স্বামী বিবেকানন্দের স্বপ্নের ভারত পরিক্রমা। এই রেলির আয়োজন করেছেন দীঘা সারদা রামকৃষ্ণ সেবা কেন্দ্র। ১২ ই মার্চ শ্রীরামকৃষ্ণদেবের পূর্ণ জন্মতিথি তে স্বামী বিবেকানন্দের স্বপ্নের ভারত পরিক্রমা রেলি দীঘা থেকে শুভ সূচনা হয়। শেষ হবে ২৪শে মার্চ দিঘা তে। এই রেলি দীঘা থেকে মেদিনীপুর, কলকাতা, গয়া, বারানসী, এলাহাবাদ, প্রয়াগ, অযোধ্যা, লক্ষ্ণৌ, ভাগলপুর, দেওঘর সহ আরোও বিভিন্ন জায়গা ঘুরে আজ দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমে স্বামী বিবেকানন্দের স্বপ্নের ভারত পরিক্রমা, যে রেলি তার বিশেষ রথ এসে পৌঁছালো। দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের পক্ষ থেকে যথাযথ মর্যাদার সঙ্গে এই রথকে আপ্যায়ন করা হয়। ছিলেন দুবরাজপুর রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী সত্যশিবানন্দ মহারাজ সহ অন্যান্য মহারাজ ও হোস্টেলের ছাত্ররা। এর মূল উদ্দেশ্য স্বামী বিবেকানন্দের ভাবধারা ও চিন্তাধারা প্রত্যেকের মধ্যে ছড়িয়ে দেওয়া। এই ট্যাবলো বিভিন্ন স্কুল, কলেজ ও জনবহুল এলাকায় গিয়ে স্বামী বিবেকানন্দের বিভিন্ন ভাবধারা প্রচার করা হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here