বীরভূম জেলার দুবরাজপুর টাউন লাইব্রেরীরতে ছোট্ট অনুষ্ঠানের মধ্য দিয়ে ডা: রমেন্দ্রনাথ চৌধুরীর লেখা কাব্যগ্রন্থ ও ছোট গল্পের সংকলন বই প্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো।

0
3174

দুবরাজপুর, সেখ ওলি মহম্মদঃ- কবিতা দিবস পালন করলেন স্বয়ং কবি। তবে কবিতা লিখে নয়। পাঠকমননের উৎকর্ষ সাধনে টাউন লাইব্রেরিকে অর্থসাহায‍্য করলেন তিনি। এদিন তাঁর কয়েকটি বইয়ের আনুষ্ঠানিক উন্মোচন করেন তিনি। ২১ মার্চ বিশ্ব কবিতা দিবসে বীরভূম জেলার দুবরাজপুর টাউন লাইব্রেরীরতে ছোট্ট অনুষ্ঠানের মধ্য দিয়ে ডা: রমেন্দ্রনাথ চৌধুরীর লেখা কাব্যগ্রন্থ ও ছোট গল্পের সংকলন বই প্রকাশ অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌর এলাকার বর্ষিয়ান লেখক ডা: রমেন্দ্রনাথ চৌধুরী, দুবরাজপুর পৌরসভার পৌরপ্রধান পীযূষ পান্ডে, দুবরাজপুর টাউন লাইব্রেরীর সম্পাদক রামতনু নায়ক, বিশিষ্ট সমাজসেবী স্বরূপ আচার্য সহ লাইব্রেরির সদস্যগণ। এদিন পৌর প্রধান পীযূষ পাণ্ডের হাত দিয়ে কাব্যগ্রন্থ এবং ছোটগল্পের সংকলন বই উন্মোচন করা হয়। পাশাপাশি রমেন্দ্রনাথবাবু দুবরাজপুর টাউন লাইব্রেরীর উন্নতিকল্পে ২৫ হাজার টাকা দান করেন। এছাড়াও এদিন বেশ কয়েকজন কবিতা দিবসে কবিতা পাঠ করেন। যা কবিতা দিবসে এক অন্য মাত্রা এনে দেয়। রমেন্দ্রনাথ বাবু একসময় দুবরাজপুরের নিরাময় যক্ষা হাসপাতালে এক্সরে টেকনিশিয়ান ছিলেন। পাশাপাশি তিনি একজন হোমিওপ্যাথি চিকিৎসকও ছিলেন। বর্তমানে তাঁর বয়স প্রায় ৮৫ বছর। দীর্ঘ জীবন তিনি বিভিন্ন ধরনের লেখালেখি ও গান চর্চার সঙ্গে যুক্ত রয়েছেন। এছাড়াও তিনি এসরাজ বাজাতে পছন্দ করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here