নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ- বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী হিসাবে মন্ত্রী সুভাষ সরকারকে কোনভাবেই মেনে নিতে পারছে না বিজেপির দলের একাংশ। রবিবার বাঁকুড়ার ছাতনা বাসুলি মন্দির সংলগ্ন এলাকায় বৈঠক করেন বাঁকুড়া লোকসভার ছটি বিধানসভার বিক্ষুব্ধ বিজেপি নেতৃত্ব। এই বৈঠক থেকে বাঁকুড়া জেলার প্রাক্তন বিজেপি সাধারণ সম্পাদক জীবন চক্রবর্তীকে নির্দল প্রার্থী হিসেবে নাম ঘোষণা করা হয়। এদিন জীবন চক্রবর্তী বলেন *আমি সুভাষ বিরোধী মোদি বিরোধী নয়। আমি সুভাষ সরকারকে চ্যালেঞ্জ করছি। যদি আমার থেকে একটা ভোটও বেশি না পাই। তাহলে আমি মাথা ন্যাড়া করব। আর উনি আমার চ্যালেঞ্জ একসেপ্ট করে বলুন যদি আমি জীবন চক্রবর্তীর থেকে একটা ভোট বেশি না পায় তাহলে আমি মাথা ন্যাড়া করব। আর যদি আমি এমপি হতে পারি তাহলে আমি বিজেপিকে সমর্থন করবো।* এদিন উপস্থিত ছিলেন বিজেপি নেতা তথা পঞ্চায়েত সমিতির মেম্বার অশোক বিদ, বাঁকুড়া জেলা বিজেপির প্রাক্তন কোষাধক্ক ভগত বাজোরিয়া, সহ বিজেপির বিক্ষুব্ধ নেতৃত্ব কর্মী সমর্থকরা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিজেপি নেতা অশোক বিস্তারিত কি বললেন শুনুন।
আমি সুভাষ বিরোধী মোদি বিরোধী নয়, আমি সুভাষ সরকারকে চ্যালেঞ্জ করছি যদি একটা ভোটও বেশি না পাই তাহলে আমি মাথা ন্যাড়া করব : জীবন চক্রবর্তী।

Leave a Reply