নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- কিছুদিন আগেই দেশজুড়ে কার্যকর হয়েছে সিএএ অর্থাৎ নাগরিকত্ব সংশোধনী আইন আর তারপরেই বাংলার বিভিন্ন জায়গায় মতুয়া উদ্বাস্তু নমঃশূদ্র শ্রেণীর মানুষজন এর বিরোধিতা করেছিল। কারণ তারা চেয়েছিল নিঃশর্ত নাগরিকত্ব কিন্তু বর্তমানে কেন্দ্রীয় সরকার যে সমস্ত শর্ত নাগরিকত্ব আইনে লাভু করেছে তাতে করে মানুষজন অনেক শর্তই মানতে পারবে না। তাই নিঃশর্ত নাগরিকত্বের প্রতিবাদে তারা রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভ কর্মসূচি করেছিলেন তবে রবিবাসরীয় সন্ধ্যায় এক অন্য চিত্র দেখা গেল নদীয়ার শুকনা অঞ্চলের চাঁদা মারিতে একাধিক নমঃশূদ্র উদ্বাস্তু শ্রেণীর মানুষজন রাস্তায় টায়ার জ্বালিয়ে রীতিমতো অবস্থান বিক্ষোভ শুরু করলেন তাদের একটাই দাবি বর্তমানে যে নাগরিকত্ব আইন দেশজুড়ে চালু করা হয়েছে সেটি পুরোপুরি ভাঁওতাবাজি সাধারণ মানুষ অর্থাৎ নমঃশূদ্র উদ্বাস্তু, মতুয়া সম্প্রদায়ের মানুষজন এই আইন কোনদিনই চায়নি মানুষকে ভাওতা দেখিয়ে কেন্দ্রীয় সরকার এই আইন পাস করেছে তারা জানাচ্ছেন তাদের কাছে আধার কার্ড ভোটার কার্ড আছে তারা ভারতবর্ষে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন একাধিকবার ভোটের মাধ্যমে রাজ্য কিংবা কেন্দ্র সরকার বদলেছে কিন্তু নতুন করে যে কালা আইন কেন্দ্রীয় সরকার চালু করেছে তা তারা মানবেন না আর তাই তাদের এই অবস্থান বিক্ষোভ দীর্ঘ ঘন্টাখানেক চলে মতুয়া নমঃশূদ্র উদ্বাস্তু শ্রেণীর মানুষের এই প্রতিবাদ কর্মসূচি তবে যতদিন না কেন্দ্রীয় সরকার এই ভাওতাবাজির আইন বন্ধ না করবে ততদিন পর্যায়ক্রমে তারা এই আন্দোলন চালিয়ে যাবেন।