নিজস্ব সংবাদদাতা, গঙ্গারামপুর, দক্ষিণ দিনাজপুর:-লোকসভা নির্বাচনের আগে বিস্ফোরণের ঘটনা গঙ্গারামপুরে। বাড়ির পাশে খেলতে গিয়ে বিস্ফোরণে গুরুতর আহত ৩ শিশু। গঙ্গারামপুর থানার বাসুরিয়া গ্রাম পঞ্চায়েতের গোটাহার এলাকার ঘটনা।
কিভাবে ঘটলো বিস্ফোরণ তা নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা। বোমা, নাকি ব্যাটারি ফেটে এমন বিস্ফোরণ তার তদন্ত শুরু করেছে গঙ্গারামপুর থানার পুলিশ।
এদিকে গুরুতর আহত অবস্থায় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন ২ শিশু।
অপর এক শিশুর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
স্থানীয় সূত্রে খবর গতকাল বিকেলে বাড়ির পাশে খেলা করছিল ওই ৩ শিশু। সেইসময় ব্যাটারি জাতীয় কিছু কুড়িয়ে পায় তারা। সেটা দিয়ে খেলতে গিয়ে ঘটে দুর্ঘটনা। বিস্ফোরণে গুরুতর আহত হয় ৩ শিশু। বিষয়টি পরিবারের সদস্যদের নজরে আসতেই তড়িঘড়ি আহত শিশুদের উদ্ধার করে নিয়ে আসা হয় গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে।
সেখানে এক শিশুর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে স্থানান্তরিত করা হয় মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে। অপর ২ শিশুর চিকিৎসা চলছে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে।
এই বিষয়ে আহত ২ শিশুর মা সোমা দত্ত বিষ্ফোরণে সঠিক কারণ বলতে পারেন নি।
বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, কি কারণে বিষ্ফোরণ হয়েছে, তা পুলিশের সঠিকভাবে তদন্ত করে দেখা উচিত। আগে শিশুদের চিকিৎসা করে দ্রুত সুস্থ করে তোলা প্রয়োজন।