শুধুমাত্র অর্থের অভাবে মেয়ের বিয়ে দিতে সমস্যায় পড়েছিলেন ইংরেজবাজারের বাসিন্দা পেশায় ভ্যানচালক রাজেন বসাক, পাশে দাঁড়ালো এক স্বেচ্ছাসেবী সংস্থা।

0
204

নিজস্ব সংবাদদাতা, মালদা:- পাত্র পছন্দ করেও শুধুমাত্র অর্থের অভাবে মেয়ের বিয়ে দিতে সমস্যায় পড়েছিলেন ইংরেজবাজারের বাসিন্দা পেশায় ভ্যানচালক রাজেন বসাক। আর বিষয়টি জানতে পেরেই ধুমধাম আয়োজনের মাধ্যমেই রাতারাতি ওই ভ্যানচালকের মেয়ের বিয়ের পর্ব সারলেন মালদার একটি সামাজিক গঠন মূলক সংস্থা । ব্যান্ডপার্টি বাজিয়ে ১৫০ জন বরযাত্রীর আপ্যায়ন থেকে শুরু করে প্রায় ৩০০ জন পাড়া-প্রতিবেশীদের আমন্ত্রণ করে পাতপুড়ে খাসির, মাংস, মাছ, পোলাও, সবজি, দই, মিষ্টি খাওয়ালেন ওই সেচ্ছাসেবী সংস্থার সদস্যরা। বিয়ের আসরেই মালা বদলের সময় ওই স্বেচ্ছাসেবী সংস্থার আতিথেয়তা ও সহযোগিতা দেখে কান্নায় ভেঙে পড়লেন পাত্রী এবং তার পরিবার। দুইহাত তুলে আশীর্বাদ করলেন ওই সংস্থার পুরুষ এবং মহিলা সদস্যদের ।শুক্রবার রাতে এই বিয়ের আয়োজনটি সম্পন্ন হয় ইংরেজবাজার শহরের বাঁশবাড়ি সংলগ্ন শান্তি-ভারতী লজে। পেশায় ভ্যানচালক রাজেন বসাকের বাড়ি ইংরেজবাজার থানার নুনবহি এলাকায়। এদিন কালিয়াচক থানার জালালপুর এলাকার এক ক্ষুদ্র ব্যবসায়ী বিশ্বজিৎ বসাকের সঙ্গে ধুমধাম করে সামাজিক মতে বিয়ে হয় মিলি বসাকের।মালদা জাগরন সোসাইটি নামক সংস্থার সদস্য হিসাবে এদিনের দিনমজুরের বিয়েতে সহযোগিতার ক্ষেত্রে উপস্থিত হয়েছিলেন বিশিষ্ট চক্ষু পরীক্ষক অজিত দাস,  অনিল কুমার সাহা, শিক্ষক আজিমুল ইসলাম,  সিদ্ধার্থ দাস ও ইতি দাস প্রমুখ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here