অরুপ চক্রবর্তীর দাবী কেন্দ্রীয় বাহিনী গুলি চালালে ফল অন্যরকম হবে। পরোক্ষে কী তৃনমূল প্রার্থী হুমকি দিয়ে রাখলেন?

নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ কেন্দ্রীয় বাহিনীকে ফের হুঁশিয়ারি দিয়ে বিতর্কে জড়ালেন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের তৃনমূল প্রার্থী অরুপ চক্রবর্তী। অরুপ চক্রবর্তীর দাবী কেন্দ্রীয় বাহিনী গুলি চালালে ফল অন্যরকম হবে। পরোক্ষে কী তৃনমূল প্রার্থী হুমকি দিয়ে রাখলেন? বিজেপির খোঁচা তৃনমূল প্রার্থীর কী আইন শৃঙ্খলা নষ্ট করার কোনো পরিকল্পনা রয়েছে তাই এই হুমকি দিয়ে রাখছেন।

নির্বাচন যত এগিয়ে আসছে ততই কেন্দ্রীয় বাহিনীর ব্যবহার নিয়ে কঠোর অবস্থান নিচ্ছে নির্বাচন কমিশন। গতকালই কমিশন জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় বাহিনীর গতিবিধি কমিশনের নিজস্ব ওয়েবসাইটে প্রতিদিন আপডেট করা হবে। পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর গতিবিধি নিয়ে প্রতিদিন কমিশনকে রিপোর্ট দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে কেন্দ্রীয় বাহিনীর কর্তাদের। এই নির্দেশিকা জারি হতে না হতেই এবার পরোক্ষে কেন্দ্রীয় বাহিনীকে হুঁশিয়ারি দিয়ে রাখলেন বাঁকুড়ার তৃনমূল প্রার্থী অরুপ চক্রবর্তী। অরুপ চক্রবর্তী মঙ্গলবার সন্ধ্যায় বাঁকুড়ার মেজিয়ায় প্রচারে গিয়ে বলেন, ” কেন্দ্রীয় বাহিনীকে আমরা গোলাপ ফুল দিয়ে স্বাগত জানাবো। শান্তি শৃঙ্খলা রক্ষা কর। কিন্তু গুলি চালাবে না। গুলি চালালে ফল অন্যরকম হবে”। তৃনমূল প্রার্থীর এই বক্তব্যের কড়া সমালোচনা করেছে বিজেপি। বিজেপি প্রার্থী সুভাষ সরকারের দাবী, “কেন্দ্রীয় বাহিনী অযথা কেন গুলি চালাতে যাবে? তাহলে কী তৃনমূল প্রার্থী অন্যান্য নির্বাচনের মতো বোম, বন্দুক দিয়ে আইন শৃঙ্খলা নষ্ট করার পরিকল্পনা করে রেখেছেন”?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *