জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ-বেশ কয়েক দিনের লাগাতার বৃষ্টির পর আজ জলপাইগুড়ি জেলার আবহাওয়া ঝলমলে।কালো আকাশের মাঝে দেখা মিলছে নীল সাদা আকাশের ছবি।রোদ উঠলেও তার তেজ কম ছিল।সকাল থেকেই মানুষের দৈনন্দিন জীবনের কাজ রোদের দেখা মিলার জন্য শুরু করে দিয়েছেন। আকাশ পরিস্কার হবার জন্য বিভিন্ন খেলার মাঠে খেলোয়াড় দের ভিড় দেখা গিয়েছিল।যে সমস্ত নদীর তীরে অবস্থিত বসবাসরত মানুষের বাড়িতে জল ঢুকেছিল আজ সেই সমস্ত জায়গা থেকে জল কমতে শুরু হয়েছিল।এক কথায় বলতে গেলে কয়েক দিনের বৃষ্টির জন্য জনজীবন স্বাভাবিক হলো আজ।