নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- ফের সি এ এ নিয়ে সরব রানাঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী। লোকসভা ভোটের আগেই সারা দেশজুড়ে কেন্দ্রীয় সরকার নাগরিকত্ব সংশোধনী আইন বিল এনেছে। তার কট্টর বিরোধিতা করেছিল তৃণমূল কংগ্রেস। এবার সেই সুরে সুর মিলিয়ে কেন্দ্রীয় সরকারকে তোক ডাকলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মুকুটমণি অধিকারী।তিনি জানান ২০০৩ সালে এই নাগরিকত্ব সংশোধনী আইনের জন্য লড়াই শুরু করেছিল মতুয়া মহা সংঘের মহামাতা বীণাপাণি দেবী তারপর বিভিন্নভাবে একাধিক আন্দোলন করা হয়েছে। মতুয়াদের নাগরিকত্ব কেন্দ্রীয় সরকার বারবার আশ্বস্ত করেছিল মতুয়াদের নিঃশর্ত নাগরিকত্ব দেয়া হবে। বহু জল গড়িয়ে গেছে রাজনৈতিক মহলে। অবশেষে সারা দেশ জুড়ে নাগরিকত্ব সংশোধনী আইন বিল পাস করে কেন্দ্রীয় সরকার যেখানে নিঃস্বার্থ নাগরিকত্বের বদলে একাধিক শর্ত চাপিয়ে দেয়া হয় সাধারণ মানুষের উদ্দেশ্যে স্বাভাবিকভাবেই সম্ভব হয়ে উঠবে না আপামর মতুয়াবাসীর। এই বিলের মাধ্যমে মতুয়াদের নাগরিকত্ব দেওয়া নয় নাগরিকত্ব ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা করছে কেন্দ্রীয় সরকার আপনারা কেউ এই নাগরিকত্ব আইনের স্বপক্ষে যাবেন না কারণ এই নাগরিকত্ব আইনের মাধ্যমেই কেন্দ্রীয় সরকার মানুষকে দেশের নাগরিকত্ব থেকে বঞ্চিত করতে চাইছে। তাই তৃণমূল কংগ্রেস মতুয়া সম্প্রদায়ের জন্য যে লড়াই চালিয়ে যাচ্ছে সেই লড়াইয়ে সামিল হয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে তৃণমূল কংগ্রেসের ভোট দিয়ে আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে বিপুল ভোটে জয়যুক্ত করুন। কারণ মতুয়াদের হয়ে একমাত্র কন্ঠ তৃণমূল কংগ্রেস সংসদে গিয়ে তাদের ন্যায্য অধিকার পাওনার জন্য যে লড়াই চালানো দরকার তা করবে তৃণমূল কংগ্রেস।