আমাকে কুকথা বলা তাঁর নির্বাচনী প্রচার কৌশল হতে পারে : ডা. শর্মিলা সরকার।

0
149

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী ডা. শর্মিলা সরকার শনিবার জামালপুরে প্রচার কর্মসূচি চালানোর সময় সেখানে উপস্থিত সকলের জন্য চা তৈরি করেন। এই তরুণ প্রার্থীকে কেবলমাত্র একবার সামনাসামনি দেখতে এবং তাঁর তৈরি চা পান করতে শত শত মানুষ তাঁদের বাড়ি থেকে বেরিয়ে আসেন এবং তাঁকে ঘিরে উচ্ছ্বাস প্রকাশ করেন। মানুষ তাঁর উপর পুষ্পবৃষ্টি করে তাঁকে সাদরে স্বাগত জানান।

তিনি বলেন, “আমি যেখানেই যাচ্ছি, বিপুলভাবে মানুষের কাছ থেকে সাড়া পাচ্ছি। ভোটে এর প্রতিফলন অবশ্যই ঘটবে এবং মানুষ আমাকে সাংসদ নির্বাচিত করে তাঁদের সেবা করার সুযোগ দেবেন। আমি শুনলাম, বিজেপি প্রার্থী আমাকে নিয়ে প্যারোডি করেছেন এবং মানুষের সামনে তা গেয়ে শুনিয়েছেন। তিনি আমার বাবার বয়সী মানুষ এবং এটাই হয়তো ওঁর প্রচার কৌশল। আমি প্রচারে কোনও অশালীন মন্তব্য করব না। আমি মানুষের কাছ থেকে শুধু ভালোবাসা পেয়েছি এবং এমন একজনেরও দেখা পাইনি, যিনি কোনও অভিযোগ করেছেন।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here