মালদা, নিজস্ব সংবাদদাতা:—মালদাহের বামনগোলা ব্লকের মদনাবতি অঞ্চলের কন্যা দীঘি ১৯ নম্বর বুথে বিজেপি করায় তৃনমুল কংগ্রেসের কর্মী ছেলে বিপ্লব মূমূ হাতে বাবা খুন এমনি অভিযোগ এলাকাবাসীর। গ্রামবাসী তরফ থেকে মৃত্যুদেহ আটকে বিক্ষোভ দেখতে থাকে এলাকাবাসী অভিযোগ তার ছেলে বিপ্লব মূর্মূকে গ্রেফতার করতে হবে এমনটাই দাবি।জানা গিয়েছে মৃত্য বুরন মুর্মু বিজেপি কর্মী হিসেবে এলাকায় পরিচিত।বুরন মূমূ পুত্রবধূ শর্মিলা মার্ডী তৃণমূলের মদনাবতী গ্রাম পঞ্চায়েতের ১৯ নম্বর বুথের প্রার্থী ছিল। বুরণ মূমূ ছেলে বিপ্লব মূমূ স্ত্রী শর্মিলা মার্ডী ভোটে হেরে গিয়েছে বলেই বাবা বুরন মূমূ কে খুন করা হয়েছে ছেলে পুত্রবধূ বিরুদ্ধে অভিযোগ তুলে বিজেপি তরফে অভিযোগ করা হয়।অভিযুক্ত বিপ্লব মুর্মু পলাতক পুত্রবধূ শর্মিলা মাড়ডীকে পুলিশ আটক করেছে। বামনগোলা বিজেপির জেলা পরিষদের প্রার্থী ছিলেন এবারে নির্বাচনে বীনা সরকার কীর্তনীয়া বলেন কোথায় প্রশাসন কিভাবে থাকবে বিজেপি কর্মীরা বাঁচবো কি করে এই নিয়ে পুলিশের পা ধরে তাদের বাঁচার জন্য আবেদন করতে থাকে।ঘটনাস্থলে রয়েছে কেন্দ্র বাহিনী রাজ্য পুলিশ। বিজেপি তরফ থেকে অভিযোগ তৃণমূলের তরফে এই খুন এই এলাকায় বিজেপি প্রার্থী জয়ী হয়েছে বলে বিপ্লব মুর্মু ও তার স্ত্রী শর্মীলা মার্ডী তৃণমূল কংগ্রেসের মদতে খুন করা হয়েছে বলে অভিযোগ।এবিষে এখন পর্যন্ত তৃণমূলের কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি।অবশ্যই প্রশাসনের তরফ থেকে প্রতিশ্রুতি দেওয়া হলে বিক্ষোভ থেকে সরে যায়।