দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা: –প্রধানমন্ত্রী আবাস যোজনায় ঘর বিলিতে তৃণমূল কর্মীর কাছে ৫০ হাজার টাকা দাবি কাউন্সিলরের ছেলের। তৃণমূলের যুবনেতার বিরুদ্ধে বালুরঘাট মহকুমা শাসকের দ্বারস্থ বিজেপি দল। এদিন বালুরঘাট টাউন বিজেপির যুব মোর্চার পক্ষ থেকে মহকুমা শাসকের কাছে একটি লিখিত অভিযোগ করা হয়। পাশাপাশি ৪৮ ঘন্টা সময় বেঁধে দিয়ে এই ঘটনায় জড়িতদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তির দাবি করেছেন বিজেপি নেতৃত্ব। জানা গেছে বালুরঘাট পৌরসভার নয় নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পরিমল সরকার। তার ছেলে কল্লোল সরকার স্থানীয় এক উপভোক্তার কাছ থেকে প্রধানমন্ত্রী আবাস যোজনার জন্য পঞ্চাশ হাজার টাকা দাবি করেন। ইতিমধ্যে সেই অডিও ক্লিপ ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। যাকে হাতিয়ার করেই মহাকুমা শাসকের দ্বারস্থ হয়েছেন বিজেপি নেতৃত্বরা। বিজেপির যুব মোর্চার নেতা সুমন বর্মন জানিয়েছেন নির্দিষ্ট সময়ের মধ্যে অভিযুক্তদের খুঁজে বের করতে হবে। তাদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা না হলে বিজেপির গণতান্ত্রিকভাবে বালুরঘাট পৌরসভা অচল করে দেবে।