পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পূর্ব মেদিনীপুর:– উচ্চস্বরে লাউড স্পীকার বাজিয়ে শিবের মাথায় জল ঢালতে যাওয়ার সময় পুলিশের বাধার মুখে শিব ভক্তরা। পুলিশ বাধা দেওয়ায় পুলিশের সঙ্গে বচসা জড়িয়ে পড়ে শিব ভক্তরা। তার পরেই এগরা-বেলদা রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখায় শিব ভক্তরা। ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার কৌড়দা বাজরে। শ্রাবন মাসে হিন্দুরা শিবের মাথায় জল ঢালতে যায়। সেই রীতি মেনে আজ সকালে পশ্চিম মেদিনীপুরের দাঁতন ২ ব্লকের পোরোলদা গ্রামের ভক্তরা এগরার কুদি থেকে জল নিয়ে যাওয়ার সময় কৌড়দায় পুলিশ তাদের পথ আটকায়। লাউড স্পিকার আটক করে থানায় নিয়ে যায়। ভক্তরা বাধা দিতে চাইলে এগরা থানার পুলিশ সবার ওপর লাঠি চার্জ করে বলেই অভিযোগ। এমন কি ৫০ হাজার টাকা থানায় দিলে তবেই লাউড স্পিকার ছাড়া হবে এমনটা অভিযোগ আনলেন ভক্তরা। প্রায় ২ ঘন্টা এগরা-বেলদা রাজ্য সড়ক পথ অবরোধ করে রাখে ভক্তরা। পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেয় ভক্তরা। এলাকায় তীব্র উত্তেজনা সৃষ্টি হয়েছে।