পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ-দিলীপ আছে দিলিপে-ই! শনিবার শহর বর্ধমানের লাকুরডির জলকল মাঠে প্রাতঃভ্রমণ সেরে দিঘায় ধৃত দুই জঙ্গি কেন্দ্রিক সরব হলেন তিনি। দিলীপ ঘোষ বলেন ধৃত জঙ্গিরা গা ঢাকা এই রাজ্যে দেয়নি, ওরা জানে এই রাজ্যে কেউ গায়ে হাত দেবেনা। শাজাহান দুই মাস ধরে ঘুরছিল পুলিশ জানতো না কোথায় আছে! মমতা ব্যানার্জি কি জানতেন না শাজাহান কোথায় আছে! যত টেররিস্ট লোক এই রাজ্যে ঘুরে বেড়ায়। জলপাইগুড়িতে প্রাকৃতিক বিপর্যয় প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, মমতা ব্যানার্জি বলেছে ইলেকশনের পরে ঘর দেবে, উনি সব দেবেন বলেন কিন্তু কাজে কিছুই করেন না। জলপাইগুড়িতে প্রাকৃতিক বিপর্যয় হয়েছে, লোকসভা শেষে যে বিপর্যয় হবে তাতে তৃণমূল দলটাই উঠে যাবে।
শনিবার দিলীপ ঘোষ কে কাছে পেয়ে একজন সাধারণ নাগরিককে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে নালিশ করতেও শোনা যায়। দিলীপ ঘোষের পাশে বসে একজনকে বলতে শোনা যায় পশ্চিমবাংলায় চোর, চিটিংবাজ, গুন্ডা তে ভরে গেছে। প্রত্যুত্তরে দিলীপ ঘোষ বলেন, যদি ভয় না থাকে আটকাবার কেউ যদি না থাকে তাহলে তো বাড়বেই। শাসনে যারা বসে আছে তারাই যদি চুরি করে তাহলে ছিচকে চোরেরা তো চুরি করবেই।
দিলীপ ঘোষ বলেন ধৃত জঙ্গিরা গা ঢাকা এই রাজ্যে দেয়নি, ওরা জানে এই রাজ্যে কেউ গায়ে হাত দেবেনা।

Leave a Reply