নিজস্ব সংবাদদাতা, বাঁকুড়াঃ- বাঁকুড়া জেলার গঙ্গাজলঘাটি ব্লকের একটি প্রত্যন্ত এলাকা পাঁকতোড়। গত বছর থেকেই এখানে বাবা শিবের মন্দির গাজন উৎসব অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার সমাজের বিভিন্ন স্তরের মানুষের উপস্থিতিতে উদ্বোধন হয় পাঁকতোড় বাবা শিবের গাজন। অন্যান্য জায়গার গাজন উৎসবের চেয়ে এখানের গাজন উৎসবের আয়োজন আলাদা। এখানে দুঃস্থ মানুষজনদের বস্ত্র বিতরণ, বিনামূল্যে চিকিৎসা পরিষেবা প্রদান করা হয়। আর সবচেয়ে বড় এখানে গাজনের দিনগুলোয় সকাল থেকে রাত অব্দি সবার আহারের ব্যবস্থা করেন আয়োজকরা। এবছর টানা ৫ দিন সকাল থেকে রাত পর্যন্ত আহারের ব্যবস্থা করা হয়েছে। আনুমানিক ২ লক্ষ মানুষ অংশগ্রহণ করবেন এই মহান সেবা কার্যক্রমে। পাশাপাশি মঞ্চে একাধিক ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অগণিত দর্শনার্থী ভিড় জমিয়েছেন এখানের গাজন উৎসবের স্রোতে। প্রত্যন্ত এলাকায় এত বড় মাপের গাজন উৎসব আয়জনের জন্য প্রধান পৃষ্ঠপোষক সমাজসেবী শ্রীমন্ত পাতর এবং তার সহযোগীদের ধন্যবাদ জানিয়েছেন উৎসব প্রেমী মানুষজনেরা।
বৃহস্পতিবার সমাজের বিভিন্ন স্তরের মানুষের উপস্থিতিতে উদ্বোধন হয় পাঁকতোড় বাবা শিবের গাজন।

Leave a Reply