লক্ষীদের নিয়ে মিছিল শহর বর্ধমানে।

পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- রাজনৈতিক লড়াই এখন মধ্য গগনে। প্রার্থীদের নিয়ে কোন রাজনৈতিক দল এখন প্রচারে এগিয়ে যেতে পারবে সেটাই একমাত্র লক্ষ্য। বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রে লড়াই এককথায় বলা চলে সেয়ানে সেয়ানে। বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ প্রতি নিয়ত প্রাতঃ ভ্রমন ও চা-পে চর্চায় জনসংঘোগ সারছেন শহর বর্ধমানে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কীর্তি আজাদ কর্মীদের সঙ্গে নিয়ে লড়াইয়ের ময়দানে নিজের প্রচার সারছেন বেশ সরগরমে। সেইমতো শনিবার পূর্ব বর্ধমান জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শহর বর্ধমানের বড়নীলপুর মোড় থেকে কার্জনগেট পর্যন্ত তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ এর সমর্থনে বিশাল মিছিলের আয়োজন করা হয়। যে মিছিলে লক্ষীর ভান্ডার প্রকল্পকেই সামনে রেখে প্রচার করা হয়। কয়েকজন মহিলাকে লক্ষীর ছাপি এবং লক্ষীর ভাড় হাতে নিয়ে হাঁটতে দেখা যায় এই মিছিলে। এই মিছিলের নেতৃত্ব দেন পূর্ব বর্ধমান জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সভাপতি শিখা দত্ত সেনগুপ্ত। এছাড়াও এই মিছিলে পা মিলিয়ে ছিলেন জেলার কয়েকশো মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মীরা। সাংবাদিকদের মুখমুখি হয়ে পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি শিখা সেনগুপ্ত বলেন, তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী কীর্তি আজাদের সমর্থনে এই মিছিল। গোটা পূর্ব বর্ধমান জেলার মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মীরা এই মিছিলে উপস্থিত হয়ে মিছিলকে পরিপূরক করে তুলেছে। আমরা সাধারন মানুষের কাছে আবেদন জানিয়েছি। মমতা বন্দ্যোপাধ্যায় এর উন্নয়নকে ত্বরান্বিত করতে জোড়া ফুল চিহ্নে ভোট দিয়ে আমাদের তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে বিপুল ভোটে জয় যুক্ত করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *