ফালাকাটা ব্লকের বিভিন্ন পুজো কমিটি গুলোতে ইতিমধ্যে শুরু হয়েছে বাসন্তীপুজো ঘিরে প্রস্তুতি।

0
110

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- বাসন্তীপুজো ঘিরে উৎসবের আমেজ জটেশ্বরে। ফালাকাটা ব্লকের বিভিন্ন পুজো কমিটি গুলোতে ইতিমধ্যে শুরু হয়েছে জোর প্রস্তুতি। ভোটের প্রাক্কালেও রীতিমতো নজর কাড়তে চলেছে বাসন্তী পুজো। এদিকে জটেশ্বর হাজরাপাড়া পুজো কমিটির তোরজোর শুরু হয়েছে। জটেশ্বর হাজরা পাড়া বাসন্তী পূজো কমিটির এক সদস্য জানান, অন্যান্য বছরের মতো এবারেও জাকজমক ভাবেই পুজো হবে। জানা গিয়েছে, দীর্ঘ বহু বছর ধরে এই এলাকার স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে এই বাসন্তী পুজো হয়ে আসছে। ঐতিহ্যবাহী এই পুজো পাঁচদিন ধরে চলে পুজো। পাশাপাশি প্রসাদ বিতরন, খিচুড়ি খাওয়ানো থেকে শুরু করে বিভিন্ন ধরনের অনুষ্ঠান আয়োজন করা হয়। দশমীর দিন রোড শো করে প্রতিমা ভাসান দেওয়া হয়। সংশ্লিষ্ট এলাকার বাসিন্দারা জানান,”পুজোর পাঁচটা দিন খুব আনন্দে কাটায় তারা। দূর-দূরান্ত থেকে বহু মানুষ পূজা উপলক্ষে জটেশ্বর হাজরা পাড়ায় আসেন। পাঁচ দিন ধরে খুব আনন্দ করে কাটান তারা।” উল্লেখ্য, ষষ্ঠী থেকে শুরু করে দশমী পর্যন্ত ধুমধাম করে চলে মায়ের আরাধনা। নবমীর সন্ধ্যা বেলায় ঢাক-ঢোল সহকারে বাসন্তী মায়ের আরতি দেখতে ভিড় জমান বিভিন্ন প্রান্তের বহু মানুষ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here