পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ- ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়ার অপরাধে বর্ধমান থানার পুলিশ সোমবার ভোরে অভিযান চালিয়ে চার দুষ্কৃতী কে গ্রেপ্তার করে। ধৃতদের কাছে তল্লাশি চালিয়ে একটি দেশী পাইপ গান, দু রাউন্ড গুলি, একটি লোহার রড, একটি ভোজালি ও একটি বাঁশের লাঠি বাজেয়াপ্ত করেছে বর্ধমান থানার পুলিশ। ধৃতদের আজ সোমবার বর্ধমান আদালতে পেশ করেছে পুলিশ।
জেলা পুলিশের ডিএসপি ট্রাফিক ২ রাকেশ কুমার চৌধুরী সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান, ধৃতরা তাদের অপরাধ স্বীকার করে নিয়েছে। ধৃতদের এর আগেও হাইওয়েতে ক্রাইম করার একাধিক রেকর্ড রয়েছে। এমনকি ধৃতদের কাছে আরো আগ্নেয়াস্ত্র সহ অন্যায় অস্ত্র রয়েছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। সেই সমস্ত অস্ত্র উদ্ধারে ধৃতরা সহযোগিতা করার আশ্বাস দিয়েছে পুলিশ কে। আর তার জন্যই ধৃতদের সাত দিনের পুলিশি হেফাজত নেওয়ার আবেদন জানানো হয়েছে আদালতে।
রাকেশ বাবু আরও জানিয়েছেন, বর্ধমান দুর্গাপুর ১৯নম্বর জাতীয় সড়কের বিভিন্ন এলাকায় গভীর রাত থেকে ভোর রাত পর্যন্ত একটা দুষ্কৃতীদের গ্যাং যানবাহন আটকে বেশ কিছুদিন ধরে ডাকাতি করছে বলে পুলিশের কাছে খবর ছিল। সেই অনুযায়ী বর্ধমান থানার পুলিশ এই গ্যাং টিকে ধরার জন্য সক্রিয় ভাবে কাজ করছিল।
Leave a Reply