নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- সম্প্রতি অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন এবং রামলালার মূর্তি প্রতিষ্ঠার পর এবার রামচন্দ্রের মূর্তির বদলে রামলালা পূজোর সিদ্ধান্ত নিয়েছে শান্তিপুর রামনবমী উদযাপন সমিতি। এবারে তাদের তৃতীয় বর্ষের পুজো শান্তিপুর স্টেশন সংলগ্ন গোলপার্ক বাদ দিয়ে গোডাউন মাঠে হতে চলেছে। শান্তিপুর রেলওয়ে স্টেশন কে অমৃত মহোৎসব প্রকল্পের অন্তর্ভুক্ত করায় সংস্কারের কাজ চলছে আর সেই কারণে এই স্থান পরিবর্তন বলে জানাচ্ছেন উদ্যোক্তারা। আজ থেকে প্রায় এক মাস আগে শান্তিপুর গোপালপুর শিল্পালয় সৌরভ সাহা কে মাটির রামলালা বানানোর দায়িত্ব দেন রামনবমী উদযাপন সমিতি।
শিল্পী জানাচ্ছেন রামলালার মূর্তি তার হাতে এই প্রথম তবে ভালোভাবে পর্যবেক্ষণ এবং প্রতিমা নির্মাণের পাশে কাগজে রামলালার অবয়ব রেখে তবেই তৈরি করা হয়েছে। পুরোটাই মাপজোপের । তবে একজন শিল্পী হিসেবে নিজেদের প্রচেষ্টার কোন ত্রুটি রাখা হয়নি বাকিটা দর্শকদের হাতে ।
অন্যদিকে উদ্যোক্তারা জানাচ্ছেন ইতিমধ্যেই তাদের রামলালার অর্ধ সমাপ্ত ছবি সোশ্যাল মিডিয়ার চর্চিত বিষয় তাই প্রচুর দর্শনার্থীর সমাগম হবে, এ বিষয়ে কোনো দ্বিমত নেই। তবে নিষ্ঠা ভরে ১৭ই এপ্রিল রামনবমীতে পূজোর পর শোভাযাত্রার দিকেও গুরুত্ব দেওয়া হয়েছে, একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শান্তিপুর গোডাউন মাঠ থেকে শুরু হয়ে থানার মোড়ে শেষ হবে সেই দিনেই।