চারটি বছর অতিক্রম করল প্রচেষ্টা ওয়েলফেয়ার সোসাইটি, সংস্থার চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে সমাজ যোদ্ধা নামে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় দুবরাজপুরের নেপাল মজুমদার ভবনে।

0
3588

দুবরাজপু, সেখ ওলি মহম্মদঃ- বিগত চার বছর ধরে একটানা মানুষের সেবায় নিয়োজিত রয়েছে বীরভূম জেলার প্রচেষ্টা ওয়েলফেয়ার সোসাইটি নামক এক স্বেচ্ছাসেবী সংস্থা। সমাজসেবার ব্রত নিয়ে দেখতে দেখতে চারটি বছর অতিক্রম করল প্রচেষ্টা ওয়েলফেয়ার সোসাইটি। তাই আজ এই সংস্থার চতুর্থ বর্ষপূর্তি উপলক্ষে সমাজ যোদ্ধা নামে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় দুবরাজপুরের নেপাল মজুমদার ভবনে। প্রদীপ প্রজ্জ্বলন করে এই অনুষ্ঠানের সূচনা করেন দুবরাজপুর শ্রী শ্রী রামকৃষ্ণ আশ্রমের শীর্ষসেবক স্বামী সত্যশিবানন্দ মহারাজ ও বোলপুরের মির্জাপুর আশ্রমের স্বামী নির্মলানন্দ মহারাজ। তাঁরা ছাড়াও এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুবরাজপুর থানার সাব ইন্সপেক্টর অমিতাভ পাল, সারদা বিদ্যাপীঠের প্রধান শিক্ষক শুভাশিস চট্টরাজ, বিশিষ্ট শিক্ষক সোমনাথ মুখার্জী, বিশিষ্ট আইনজীবী স্বরুপ আচার্য সহ বিশিষ্টজনেরা। বীরভূম ছাড়াও পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ সহ একাধিক জেলার সমাজসেবী সংগঠনের সদস্যদের সমাজ যোদ্ধা নামে একটি স্মারক তুলে দেওয়া হয় প্রচেষ্টা ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে। উল্লেখ্য, করোনা অতিমারির সময়ে ২০২০ সালের ১৬ এপ্রিল কয়েকজন সদস্য নিয়ে প্রচেষ্টা ওয়েলফেয়ার সোসাইটির পথ চলা শুরু। বর্তমানে এই সংস্থার শতাধিক সদস্য রয়েছে। অনেক ঘাত প্রতিঘাতের পরও নিজেদের কাজ চালিয়ে গেছে প্রচেষ্টা। এমনকী বিভিন্ন সময়ে মানুষের পাশে দাঁড়িয়েছে এই সংস্থার সদস্যরা বলে জানান প্রচেষ্টা ওয়েলফেয়ার সোসাইটির সদস্য অভীক মিশ্র।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here