মমতা ব্যানার্জীর নির্বাচনি প্রচার সভাস্থল নিয়ে নির্বাচন কমিশনে চিঠি দিলেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার

0
105

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- বালুরঘাট : আগামীকাল দক্ষিন দিনাজপুর জেলার হরিরামপুরে তৃনমুল সুপ্রিমো মমতা ব্যানার্জীর নির্বাচনি প্রচার সভাস্থল নিয়ে নির্বাচন কমিশনে চিঠি দিলেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার।আজ সন্ধায় রাজ্য বিজেপির সভাপতি তথা বালুরঘাট লোকসভা কেন্দ্রের প্রার্থী সুকান্ত মজুমদার নির্বাচন কমিশনকে জরুরি ভিত্তিতে চিঠি দেন এবং এরপর মুখ্যমন্ত্রীর সভা নিয়ে চিঠি দেওয়ার ব্যাপারটি সংবাদ মধ্যমকে জানান।সুকান্ত তার চিঠিতে লিখেছেন, তিনি হরিরামপুরের স্থানিও সুত্রে এই মাত্র জানতে পারলেন, তৃনমুল নেত্রী আগামী কাল হরিরামপুরে যে সভা করবেন, সেই সভা মঞ্চ স্থানিও হাসপাতালের থেকে সামান্য দূরে। তিনি এরপরেই নির্বাচন কমিশনারকে মনে করিয়ে দিয়েছেন নির্বাচন বিধি অনুযায়ী হাসপাতালের ১০০ মিটার দুরত্বে কেউ প্রচার সভা করতে পারবে না। যাতে হাসপাতালের সুস্থ পরিবেশ বজায় থাকে।কিন্তু তাসত্বেও দেখা যাচ্ছে তৃনমুল নেত্রী সেই নির্বাচন বিধি ভেংগে হাসপাতাল থেকে সামান্য দুরত্বে তার সভা মঞ্চ বেধে সভা করতে যাচ্ছেন।এরপরেই সুকান্ত নির্বাচন কমিশনারকে দ্রুত এ ব্যাপারে সিদ্ধান্ত গ্রহন করে ব্যবস্থা নেবার আবেদন জানিয়েছেন।
এখন দেখার রাতারতি তৃনমুল নেত্রীর সভা স্থল সরিয়ে নেবার নির্দেশ নির্বাচন কমিশন দেয় কি না।আগামীকাল বেলা ১২ টায় তৃনমুল নেত্রীর সভা হওয়ার কথা আছে।আজ নেত্রী শিলচর গিয়েছেন সভা করতে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here