নিজস্ব সংবাদদাতা, মালদা: শ্রাবণ মাস মানেই শিবপূজায় মেতে উঠেন আট থেকে আশি সকলে।আষাঢ়ে শেষ সোমবার, আগামীকাল থেকে শ্রাবণ মাসে মহাদেবের মাথায় জল ঢালতে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বাবাধামে জান সকলে। সেই পরিপ্রেক্ষিতে আজ আষাঢ়ে শেষ সোমবার মালদা জেলার বামনগোলা ব্লকের শিবডাঙিতে সকাল থেকে ভিড় জমান পূন্নার্থীরা। জানা গেছে মালদা জেলা থেকে ৬০ কিমি দূরে বামনগোলা ব্লকের মদনাবতি অঞ্চলের অবস্থিত শিবডাঙ্গি তিল বানডেশ্বর শিব মন্দির। আজ সোমবার দূর দূরান্ত থেকে শিবের মাথায় জল ঢালতে ভিড় জমান পুণ্যার্থীরা, শিবরাত্রি ছাড়াও শ্রাবণ মাসের প্রতি সোমবার বহু পুনার্থীরা জল ঢালতে আসেন এই শিবমন্দিরে । শিব মন্দির ঘিরে লুকিয়ে রয়েছে বহু রহস্য। তাই শিব ভক্তরা তাদের আরাধনা করতে এই শিবডাঙ্গি তিল বানডেশ্বর শিব লিঙ্গে জল ঢালতে আছেন বহুদূর থেকে । প্রতি সোমবার মন্দির প্রাঙ্গনে বসে মেলা।