নদীয়ার কৃষ্ণগঞ্জ থানার মাথাভাঙ্গা নদীর ধারে এই ব্যালট গুলো পড়ে থাকতে দেখে চাঞ্চল্য সৃষ্টি হলো এলকায়।

0
294

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- ভোটের ব্যালট পেপার উদ্ধার ঘিরে চাঞ্চল্য। ব্যালটগুলিতে সই ও স্ট্যাম্প মারা রয়েছে। মানুষের দাবি গণনা কেন্দ্র থেকে এই ব্যালট গুলি লুঠ হয়েছিল এগুলি বৈধ ব্যালট। নদীয়ার কৃষ্ণগঞ্জ থানার মাথাভাঙ্গা নদীর ধারে এই ব্যালট গুলো পড়ে থাকতে দেখে এক শিশু।। সে গিয়ে এলাকায় মানুষকে খবর দেয়, খবর জানাজানি হতেই ঘটনাস্থলে পৌঁছায় বিজেপির কর্মীরা, এবং স্থানীয় মানুষ। ঘটনাস্থলে পৌঁছায় কৃষ্ণগঞ্জ গ্রাম পঞ্চায়েতের প্রধান। গ্রামবাসীদের প্রশ্ন, কিভাবে ভোটের পরে নদীর ধারে এলো এইরকম বৈধ ব্যালট, যেখানে বিজেপির পঞ্চায়েত সমিতির মেম্বারের ভোট রয়েছে, রয়েছে সিপিএম পঞ্চায়েত প্রার্থীর ভোট, রয়েছে বিজেপির গ্রামের পঞ্চায়েতের ভোট। স্থানীয়দের দাবি, শাসকদলের নেতাদের ভোটে জয়ী করবার জন্যেই এই ব্যালট লুঠ করা হয়েছে। অন্যদিকে ব্যালট পেপার উদ্ধার হতেই ক্ষিপ্ত হল বিজেপি কর্মীরা। এই ঘটনার প্রতিবাদ জানিয়ে কৃষ্ণগঞ্জের মাথাভাঙ্গা ব্রিজের উপর পথ অবরোধ করে বিজেপি কর্মীরা। ঘটনাস্থলে আধা সামরিক বাহিনী নিয়ে পৌঁছায় কৃষ্ণগঞ্জ থানার পুলিশ, এরপর উত্তেজিত বিজেপি কর্মীদের বোঝানোর চেষ্টা করে। যদিও এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চঞ্চল্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here