মা-মাটি-মানুষের নামে ক্ষমতায় আসা তৃণমূল মহিলাদের মান-মর্যাদা নষ্ট করেছে, উন্নয়নের বদলে বাংলায় হাজার কোটি দুর্নীতি হয়েছে : মোদী।

0
716

নিজস্ব সংবাদদাতা, মালদা—বিজেপির মালদার উত্তর ও দক্ষিণ দুই প্রার্থী হয়ে প্রচারে এলেন প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী। পুরাতন মালদার’ সাহাপুর নিত্যানন্দপুর মাঠে নির্বাচনী জনসভা ১১ নাগাত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জনসভায় এসে পৌঁছালেন।তাকে বিজেপির নেতা কর্মীরা মোদীকে বরণ করেন।প্রধানমন্ত্রীর আগমণকে ঘিরে বিজেপি নেতাকর্মী সহ সাধারণ মানুষজনের ভিড় উপচে পড়েছে মাঠ ছাড়াও রাস্তার দুই ধারে। সভাস্থলে ঘিরে জমজমাট হয়ে হয়ে উঠেছে বিভিন্ন খাবার দোকানে।সকলের চোখে মুখেই রয়েছে প্রধানমন্ত্রীকে খুব কাছ থেকে দেখার চরম আনন্দ, উচ্ছ্বাস, উদ্দীপনা।আজ চলছে ভোটের দ্বিতীয় দফার দিন আর এই দিনে মালদহে করা সভায় স্লোগান দেন এই বার,জনগণ সমবেত স্বরে বলে মোদী সরকার। তারপর তিনি মঞ্চ থেকে বাম ও কংগ্রেস,তৃণমূলকে নিশানা করেন।বক্তব্য রাখতে গিয়ে অভিযোগ করে বলেন,বাংলায় কোন কাজ করতে হলে কমিশন ছাড়া কোন কাজ হয় না।মা-মাটি-মানুষের নামে ক্ষমতায় আসা তৃণমূল মহিলাদের মান-মর্যাদা নষ্ট করেছে।উন্নয়নের বদলে বাংলায় হাজার কোটি দুর্নীতি হয়েছে।প্রধানমন্ত্রী মোদী অভিযোগ করেন।যে বাংলা একটা সময় দেশের বলিদানে নেতৃত্ব দিয়েছে, সব ক্ষেত্রে বাংলা ছিল আগে, সেই বাংলা প্রথমে বামেদের শাসনে তারপর তৃণমূলের শাসনে পিছিয়ে পড়েছে।তৃণমূলের দুর্নীতির ফল ভুগছে জনগণ এসএসসির নিয়োগ দুর্নীতিতে হাইকোর্টের রায়ের কথা উল্লেখ করে তিনি বলেন ছাব্বিশ হাজার মানুষ রুটি-রুজি হারিয়েছে এই তৃণমূলের জন্য। তিনি আরো অভিযোগ করেন,বলেন তৃণমূল যুব সমাজের উন্নয়নের সব রাস্তা বন্ধ করে দিয়েছে। তৃণমূল যুবকদের ভবিষ্যত নিয়ে খেলা করছে।কেন্দ্র থেকে যে টাকা পাঠায়, তা খেয়ে নেয় তৃণমূলের নেতারা।প্রধানমন্ত্রী মোদী মালদহের সভা থেকে একসঙ্গে বাম-কংগ্রেস-তৃণমূলকে আক্রমণ করেছেন। তিনি বলেছেন রাজ্যের উন্নয়নে প্রথমে বাম ও কংগ্রেসের পরে তৃণমূল বাধা দিয়েছে।মালদার দুই কেন্দ্রে তৃতীয় পর্যায়ে ৭ মে ভোট হতে চলেছে। মালদহ উত্তর এবং দক্ষিণ দুই কেন্দ্রের বিজেপি প্রার্থী খগেন মুর্মু এবং শ্রীরূপা মিত্র চৌধুরীর সমর্থনে ভোট দেওয়া আহ্বান জানান প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here