পূর্ব বর্ধমান, রামকৃষ্ণ চক্রবর্তীঃ-বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ হাতে গোনা আর কয়েকটা দিন। তাই প্রচারে ঝাঁপিয়েছে সবকটি রাজনৈতিক দল। জনসংযোগ কর্মসূচির মধ্যে দিয়ে মানুষের মধ্যে পৌঁছে যাচ্ছেন দলীয় নেতৃত্ব। বর্ধমান দু’নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও প্রত্যেকটি অঞ্চলে করা হচ্ছে জনসংযোগ কর্মসূচি। পাশাপাশি বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী কীর্তি আজাদের সমর্থনে করা হচ্ছে মিছিল ও সভা। সেই মতো বর্ধমান দু’নম্বর ব্লকের বৈকুন্ঠপুর এক অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আজাদ রহমানের নেতৃত্বে বাম গ্রামে অনুষ্ঠিত হলো মিছিল ও সভা। মিছিলে প্রথমেই একজন কন্যাকে লক্ষীর ভার হাতে দিয়ে লক্ষ্মী সাজানো হয়েছিল,ছিল কন্যাশ্রী মেয়েরা এবং সবুজসাথী সাইকেল ও কৃষকবন্ধু। এই মিছিলে লক্ষীর ভান্ডারে লক্ষ্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। মিছিল শেষে সভা মঞ্চ থেকে বর্ধমান দু’নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি তথা উপপ্রধান জয় দেব ব্যানার্জি ও বর্ধমান দু’নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সৌভিক পান একযোগে আক্রমণ করেন সিপিএম ও বিজেপিকে। তারা বলেন, গতকাল সিপিএম এখানে মিছিল করেছে মাত্র সাড়ে বারোটা লোক নিয়ে। তারা যদি আমাদের অঞ্চল সভাপতি আজাদ রহমানের সঙ্গে যোগাযোগ করত তাহলে আমরা আজাদ দা কে বলে দিতাম কিছু লোক সিপিএমের মিছিলে দান করার জন্য। মানুষ সেই আপনাদের হার্মাদ গিরি এখনো পর্যন্ত ভুলতে পারেননি তাই দিবাস্বপ্ন দেখা ভুলে যান আপনারা রাজ্যে কোনদিনই ক্ষমতায় আসতে পারবেন না। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য যেভাবে জনমুখী প্রকল্পগুলি এনে মহিলাদের সাবলম্বী করে তুলেছেন তা মানুষ কোনদিন ভুলতে পারবেন না। মিছিল ও সভামঞ্চ উপস্থিত ছিলেন বর্ধমান দু’নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি তথা উপপ্রধান জয় দেব ব্যানার্জি, বর্ধমান দু’নম্বর ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সৌভিক পান, বৈকুন্ঠপুর ১ গ্রাম পঞ্চায়েতের প্রধান রাখি সাঁতরা, বৈকুন্ঠপুর এক অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি আজাদ রহমান সহ তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব