প্রকাশ কালি ঘোষাল, হাওড়া : – সলপে হোগলা বনে হঠাৎ আগুন ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন। ঘটনাটি ঘটেছে হাওড়া সোলব পাকুরিয়া এক ফাঁকা মাঠে হোগলা বনে। ফাঁকা মাঠ হলেও আশেপাশে প্রচুর বিল্ডিং থাকায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন দ্রুত গতিতে ছড়াতে থাকে ওই হোগলা বোনে, কালো ধোঁয়ায় ঢেকে যায় ওই এলাকা । আশপাশের কয়টি বিল্ডিং আছে অনেকে কাজ করেন ওই বিল্ডিংয়ে তারাও ভয় পেয়ে যান । ওই বিল্ডিংয়ে এক মহিলা কর্মচারী মৌমিতা অধিকারী বলেন আগুন যেভাবে ছড়াচ্ছে ভয় পেয়ে যাবার মত, কোম্পানির তরফ থেকে সরে যেতে বলেন। রিতেশ নামে আর এক কর্মচারী জানান কেউ আবর্জনা জ্বালিয়ে ছিল সেই থেকেই এই আগুন লাগে বলে মনে করছেন। পরিত্যক্ত ওই জমিতে আগাছা ও হোগলা জঙ্গল পরিণত হয়েছে কয়েকদিন ধরে যে ভাবে তীব্র তাপ্রবাহ চলছে শুকনো খট খটে তাই আগুন দ্রুত ছড়িয়ে পড়ছিল । আগুন নেভাতে দমকলের ২ টো ইঞ্জিন আসে প্রায় ১ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ।