নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট: – “জীবন যখন থমকে দাঁড়ায় প্রেরণা তখন প্রেরণা জোগায়” এই বার্তা নিয়ে এদিন রবিবার দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে রঘুনাথপুর এলাকায় বস্ত্র ATM নামে দুস্থ অসহায় মানুষদের হাতে পুরোনো বস্ত্র তুলে দিলো পেরনা নামে এক সেচ্ছা সেবী সংস্থা। উল্লেখ্য দুস্থ অসহায় মানুষদের পাশে দাঁড়িয়ে পুরোনো বস্ত্র তুলে দেওয়া হবে সস্থার পক্ষ থেকে। সব সময় তারা ঠিক ভাবে বস্ত্র পায়না , সেইখানে এই বস্ত্র গুলো তারা পড়তে পারবে। এদিন বস্ত্র বিতরণের পাশাপাশি গাছ বিতরণ করা হয়। শহরে সবুজায়ন কে ফিরিয়ে আনতে গাছ বিতরণ। জানাযায় আগামীতে এই ভাবে দুস্থ অসহায় মানুষদের কাছে আরো পুরোনো বস্ত্র তুলে দেওয়া হবে। এদিন সংস্থার সদর্শরা উপস্থিত থেকে বস্ত্র গুলো বিতরণ করে।
রবিবার দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরে রঘুনাথপুর এলাকায় বস্ত্র ATM নামে দুস্থ অসহায় মানুষদের হাতে পুরোনো বস্ত্র তুলে দিলো পেরনা নামে এক সেচ্ছা সেবী সংস্থা।

Leave a Reply