নিজস্ব সংবাদদাতা, মালদা:– হবিবপুর বিধানসভা,বুলবুলচন্ডি এলাকার ২২৭ নম্বর বুথ এলাকার অন্তর্গত বিজেপির এজেন্ডকে মারধর করার অভিযোগ। বর্তমানে বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে ভর্তি রয়েছে ওই এজেন্ট।যদিও তৃণমূলের পক্ষ থেকে ওই অভিযোগ ভিত্তিহীন বলে জানিয়ে দেয়।অন্য দিকে ওই এলাকায় খগেন মুর্মু আসলে তৃণমূল কর্মী সমর্থকদের তরফ খাগেন মুমূ ঘিরে গো ব্যাক শ্লোগান দিতে থাকে।
বুলবুলচন্ডি এলাকার ২২৭ নম্বর বুথ এলাকার অন্তর্গত বিজেপির এজেন্ডকে মারধর করার অভিযোগ।

Leave a Reply