দেবের বিরুদ্ধে কেশপুরের অন্তর্গত আনন্দপুর থানায় অভিযোগ জানালো বিজেপি।

পঃ মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী দেবের বিরুদ্ধে কেশপুরের অন্তর্গত আনন্দপুর থানায় অভিযোগ জানালো বিজেপি। বিজেপির পক্ষ থেকে ঘাটাল সাংগঠনিক জেলার সাধারণ সম্পাদক তন্ময় ঘোষ এই অভিযোগ করেছেন যে গত ৭ই মে দেব বলেছেন যে আগামী ১০- ২০ তারিখের মধ্যে খুন হবে বিজেপি কর্মী। তারপরেই কেশপুরের বিজেপি কর্মীরা ভীত সন্ত্রস্ত এবং আতঙ্কে রয়েছে। আগামী ২৫মে লোকসভার ভোট রয়েছে। এই মন্তব্যের পরে কোনো বিজেপি কর্মী ভয়ে বাড়ি থেকে বেরোতে সাহস পাচ্ছে না। যদি এর মধ্যে কেশপুর বিধানসভায় কোনো বিজেপি কর্মী মারা যায় তাহলে ব্যাপক গন্ডগোল এবং আইন শৃঙ্খলার অবনতি হবে। আমরা চাই দ্রুত এই বিষয়ে তদন্ত করে দেখা হোক এবং ভোট যাতে শান্তিপূর্ণ ভাবে হয় সেই ব্যবস্থা গ্রহণ করা হোক। সেইসঙ্গে বলা হয়েছে, দেব যা মন্তব্য করেছে তা রাজনৈতিক ফায়দা তোলার জন্য যদি গুজব ছড়ানো হয়ে থাকে, সেক্ষেত্রে পুলিশ আইনানুগ ব্যাবস্থা গ্রহন করুক এবং এই অভিযোগপত্র টি যাতে FIR হিসেবে গ্রহন করা হয় সেই আবেদনও করা হয়েছে বিজেপির পক্ষ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *