তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে কোলাঘাটে রোড শো করলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী।

পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতাঃ- রবিবার পূর্ব মেদিনীপুর জেলার তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী তথা কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে কোলাঘাটে রোড শো করলেন অভিনেতা মিঠুন চক্রবর্তী।,এই দিন হেলিকপ্টারে নেমে হুটখোলা গাড়িতে চেপে রোড শোয়ের মধ্য দিয়ে ভোট প্রচার করলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়, এই দিন কয়েক কিলোমিটার হুড খোলা গাড়িতে চেপে ভোট প্রচার করলেন তিনি, তবে এই দিনে তার উপস্থিতিতে উচ্ছ্বাসিত দলীয় কর্মী থেকে শুরু করে স্থানীয় মানুষজন, এছাড়াও ছিলেন বিধায়ক তাপসী মন্ডল সহ একাধিক জেলা নেতৃত্ব।পরিশেষে একটি বেসরকারি আবাসনে দলীয় কর্মসূচি সেরে নেওয়ার পর স্থানীয় মানুষজন ও কর্মীদের সঙ্গে সেলফির পাশাপাশি কথোপকথন করেন তিনি, পাশাপাশি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শাসক দলকে নিশানা করলেন তিনি, তিনি বলেন এখানের মানুষ যেভাবে স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছে তাতে মনে হয় এই ধরনেরই লিডার প্রয়োজন এখানে,পাশাপাশি দুর্নীতি হচ্ছে এই শাসক দলের ভোটব্যাঙ্ক,দুর্নীতি প্রসঙ্গ নিয়ে শাসক দলকে ঠিক এভাবেই নেশা না করলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *