রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের সমর্থনে চিত্রতারকা মিঠুন চক্রবর্তীর রোড শো।

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- ছোট থেকে দেখে আসছি আজ ৬৫ ঠাঁই দাড়িয়ে কখন মহাগুরু মিঠুন চক্রবর্তী আসবেন। সকাল ১০ টাই আসার কথা ৫ ঘণ্টা অতিক্রান্ত হলেও তার অপেক্ষায় অধীর আগ্রহে অপেক্ষা আট থেকে আশি বয়েসের সাধারণ মানুষ।রানাঘাট ধানতলা থানার দত্তপুলিয়া থেকে বরণবেরিয়ে অবধি রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জগন্নাথ সরকারের সমর্থনে চিত্রতারকা মিঠুন চক্রবর্তীর রোড শো দেখতে হাজির ছিলেন। তিনি আসার জন্য হেলিকপ্টার ওঠার সমস্যার কারণে সড়ক পথে আসেন সাধারণ মানুষ থেকে অনেকেই চাক্ষুষ দেখা র জন্য উৎসাহিত সিনেমা, পত্র পত্রিকায় দেখলেও সামনা সামনি দেখা আলাদা অনুভূতি তাই এই প্রতীক্ষা। তিনি এলেন সবার মন জয় করলেন। শুধু রোড শো নয় তাহেরপুরে তার জনসভায় তাকে দেখার জন্য আর তার কথা শোনার জন্য ভিড় ছিল চোখে পড়ার মতন। সেখানেও অধীর আগ্রহে অপেক্ষা করে অবশেষে মহাগুরুর দেখা। তবে যাওয়ার সময় তিনি হেলিকাপ্টারে যান। কি বললেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *