সোনার বিস্কুট পাচারের সময় ধৃত এক ভারতীয় মহিলা।

0
136

দঃ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতাঃ- ওপেন বোর্ডার দিয়ে বাংলাদেশ থেকে ভারতে 51 লক্ষ টাকা মুল্যের সোনার বিস্কুট পাচার করার সময় এক ভারতীয় মহিলা পাচারকারিকে আটক করল BSF, ঘটনায় চাঞ্চল্য আন্তর্জাতিক সীমান্তে। ধৃত ওই মহিলার নাম খতেজা খাতুন । ধৃত ঐ মহিলার বাড়ী
হিলির হাড়িপুকুর এলাকায় । ৬১ নম্বর সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানরা গতকাল বিকেলে যখন দক্ষিন দিনাজপুর জেলার ভারত – বাংলাদেশ সীমান্ত হিলির উন্মুক্ত হাড়িপুকুর সীমান্তে, নজরদারি চালানোর সময় তারা দেখতে পান ঐ ভারতীয় মহিলা উন্মুক্ত সীমান্ত (Open Border) দিয়ে ভারতে প্রবেশ করার চেষ্টা করেন।বিএসএফের সন্দেহ হওয়ায় জওয়ানরা মেটাল ডিটেকটিভ এর মাধ্যমে দেহের মধ্যে মেটাল জাতীয় কিছু থাকার সন্ধান পায় । তারপর হিলির
হাড়িপুকুরের বাসিন্দা ওই মহিলা স্বীকার করেন, তার যৌনাঙ্গে সোনার বিস্কুট রয়েছে। এরপর একে একে ছয়টি সোনার বিস্কুট যৌনাঙ্গ থেকে বের করেন ওই মহিলা। ওই ছয়টি সোনার বিস্কুটের আনুমানিক বাজার মূল্য ৫১ লক্ষ ২১ হাজার ৮২৮ টাকা বলে বিএসএফ সূত্রে জানা যায়। সোমবার সন্ধ্যায় আইনি প্রক্রিয়া শেষ করে ওই মহিলাকে হিলি শুল্ক দপ্তরের অপরাধ দমন শাখার হাতে তুলে দিয়েছে বিএসএফ বলে সূত্রের খবর। পুরো ঘটনা ক্ষতির দেখছে ৬১ নম্বর বিএসএফ ব্যাটেলিয়ানের জোয়ানরা। প্রসঙ্গত উল্লেখ্য গত সপ্তাহে হিলির ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের হাড়িপুকুর এলাকায় জিন্নাত আলী মন্ডল নামে এক যুবকের মলদ্বার থেকে এক কেজি ৪০ গ্রাম সোনা উদ্ধার হয়েছিল। যার আনুমানিক বাজার মূল্য ছিল প্রায় 76 লক্ষ টাকা। পরপর দুটি সোনা পাচারের ঘটনায়
বিএসএফের হাতে ধৃত দুই ভারতীয়র ঘটনায় চাঞ্চল্য হিলির ভারত বাংলাদেশ সীমান্তে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here