দক্ষিণ দিনাজপুর, নিজস্ব সংবাদদাতা:- রাজ্যে সেরা থানার পুরস্কার পেল দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থানা। ইতিমধ্যে ভবানী ভবন থেকে পুরস্কারের ট্রফি এবং শংসাপত্র এসে পৌঁছেছে বালুরঘাট থানায়। খুশি বালুরঘাট সহ জেলার পুলিশ মহল। উল্লেখ্য, সম্প্রতি পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ বিভাগের বিশেষ আধিকারীক সংগঠন একটি বিজ্ঞপ্তি জারি করে এই বিষয়টি জানিয়েছিলেন।
দক্ষিণ দিনাজপুর জেলার সদর থানা বালুরঘাট। ব্রিটিশ আমলে তৈরি বালুরঘাট থানা। শহরের মাঝখানে গড়ে উঠেছে এই থানা। এই থানায় গত কয়েক বছরে বাহ্যিক ও অভ্যন্তরীণ আমূল বদল করা হয়েছে। পুরনো বিল্ডিং ছেড়ে বছর কয়েক আগে নতুন ঝাঁ চকচকে বিল্ডিংয়ে থানা তুলে আনা হয়েছে। থানা চত্বরে গড়ে উঠেছে সুসজ্জিত মিউজিয়াম। তৈরি হয়েছে শিশু উদ্যান। শিশু উদ্যানে গ্রাম্য সবুজ পরিবেশ, খেলনা, ফোয়ারা ও বসার জায়গা করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, রাজ্যপুলিশের প্রতিনিধিদল ৫০০টিরও বেশি থানা পরিদর্শন করেন। প্রথমে জেলা স্তর, এরপর রেঞ্জ, বিভাগ, তারপর রাজ্য। সবেতেই ভাল ফল করে চমক দিয়েছিল বালুরঘাট থানা। বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাঁজা জানিয়েছেন, “প্রত্যেক বছর পুলিশের তরফ থেকে একটি প্রোগ্রাম নেওয়া হয়। সেখানে এবার সেরা থানা হয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থানা। ভবানী ভবন থেকে পুরস্কারের ট্রফি এবং শংসাপত্র দেওয়া হয়েছে বালুরঘাট থানাকে।
***
Home রাজ্য দঃ দিনাজপুর দক্ষিণ দিনাজপুর জেলার সদর থানা বালুরঘাট রাজ্যে সেরা থানার পুরস্কার পেল, খুশি...