ভয়াবহ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ পুড়ে ছাই বাড়ির সমস্ত ধরনের আসবাবপত্র থেকে শুরু করে অন্যান্য সামগ্রিক।

বাঁকুড়া, নিজস্ব সংবাদদাতা:  বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের কড়ারডাঙা এলাকায় ভয়াবহ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ পুড়ে ছাই বাড়ির সমস্ত ধরনের আসবাবপত্র থেকে শুরু করে অন্যান্য সামগ্রিক। বিস্ফোরণের তীব্রতায় ভেঙে টুকরো টুকরো হয়ে যায় বাড়ির ছাদের এডবেস্টার। এক নজরে দেখলে মনে হবে , হঠাৎই ভূমিকম্পে যেন সব তছনছ হয়ে গেছে, আদপে তা নয়, গতকাল এগারোটা নাগাদ আচমকা গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে আর সেই বিস্ফোরণের তীব্রতায় ভেঙে টুকরো টুকরো হয়ে যায় বাড়ির ছাদের এডবেস্টার। এই ঘটনায় পথে বসেছে পরিবারটি।
বিস্ফোরণের সময়ে বাড়িতে কেউ ছিল না বলেই জানা যায়।
বাড়ির মালিক শেখ সুবান ও গৃহকর্তী সাংবাদিকের ক্যামেরায় সামনে বলেন, – আমার স্বামী রেক,কম্বল মাদুর পাড়ায় পাড়ায় বিক্রি করে যেটুকু আয় করে তা দিয়েই কোনরকমে জীবন জীবিকা চলে।
দূর্ঘটনার সময় আমরা বাড়িতে কেউ ছিলাম না বলেই হয়তো প্রাণে বেঁচে গেছি কিন্তু এই ঘটনায় সম্পূর্ণ পথে বসে গেছি আমরা, এখন বুঝে উঠতে পারছি না কিভাবে চলবে সংসার আর কি করেই বা সারানো হবে বাড়ি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *