নতুন বোর্ড গঠন না হয়েই প্রাক্তন প্রধানের কাজ শুরু বিক্ষোভ এলাকাবাসীর।

0
103

নদীয়া, নিজস্ব সংবাদদাতা :- সদ্য মাত্র সমাপ্ত হয়েছে পঞ্চায়েতের ফল ঘোষণা। যদিও পুনঃগণনা, পুনঃভোট নিয়ে এখনো আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত জানা যায়নি।
এরই মধ্যে শান্তিপুর ব্লকের আড়বান্দি দু’নম্বর পঞ্চায়েতে প্রাক্তন প্রধান অলিভিয়া সন্ন্যাসীর স্বামী অরবিন্দ সন্ন্যাসী এলাকার বিভিন্ন ধরনের রাস্তার কাজ শুরু করে দিয়েছেন। পঞ্চায়েত অফিসের সামনে বেশ কিছু এলাকাবাসী বিক্ষোভ দেখায় এই অনৈতিক কাজের জন্য। তারা বলেন, সারা রাজ্যে প্রতিটা পঞ্চায়েত প্রতীক্ষায় রয়েছে নতুন বোর্ড গড়ার, যেখানে সারা বছর কাজ হয়নি সেখানে ভোটের পরে বোর্ড গঠনের আগে তড়িঘড়ি রাস্তা নির্মাণের কাজ মূলত , তাদের ব্যক্তিগত অভিসন্ধি প্রকাশ পাচ্ছে। আসলে পঞ্চায়েত প্রধান নিজেই কন্ট্রাক্টর, তাই অন্যদের সাথে নিয়ে নিজের ব্যবসার প্রসার ঘটাচ্ছেন।
তবে কোন লিখিত ডেপুটেশন বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অভিযোগপত্র কিছুই জমা করেননি তারা।
এ প্রসঙ্গে অরবিন্দ বাবু বলেন, প্রথমত বিগত দিনে কখনো নিজের এলাকায় কন্ট্রাক্টার হিসেবে কাজ করিনি। দ্বিতীয়ত পরিসংখ্যান দেখলে বোঝা যাবে এখনো পর্যন্ত সরকারি অনুদান যেভাবে এসেছে সেভাবেই কাজ হয়েছে সারা বছর কোনো টাকা ফেরত যায়নি, সামনে বর্ষা মানুষকে দুর্ভোগকে ফেলে উন্নয়নে বাধা দিচ্ছে রাজনৈতিকভাবে, তারা এলাকাবাসী কেউই নয় সকলেই বিজেপি কর্মী সমর্থক। তবে তাদের জানা উচিত নতুন বোর্ড গঠন না হলেও, আগামী ১৭ই আগস্ট পর্যন্ত প্রধান তার সমস্ত রকম কাজ-কর্ম চালাতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here